হোম > খেলা > ক্রিকেট

আশা বাঁচিয়ে রাখতে বাংলাদেশের চাই ২৫৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ম্যাচের একটা বড় অংশ পর্যন্ত আঁটসাঁট বোলিং করা বাংলাদেশ শেষ ১০ ওভারে নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেনি। আর তাতে একটা সময় ২২০-২৩০ রানের ভেতর শ্রীলঙ্কাকে আটকে রাখা সম্ভব মনে হলেও, শেষ পর্যন্ত লঙ্কানরা থেমেছে ৮ উইকেট হারিয়ে ২৫৭ রানে। প্রেমাদাসার উইকেট খুব বেশি ব্যাটিং বন্ধুত্বপূর্ণ নয়। ব্যাটারদের জন্য এখানে ভালোই চ্যালেঞ্জ রয়েছে। 

বিশেষ করে ইনিংসের শুরুতে এই চ্যালেঞ্জর সামনে পড়তে হবে বাংলাদেশের ব্যাটারদের। ‘রহস্য’ স্পিনার মহীশ তিকসানার সামনে লিটন দাসরা কেমন করেন, সেটার ওপর নির্ভর করছে লঙ্কানদের দেওয়া রান বাংলাদেশ তাড়া করতে পারবে কি না। শ্রীলঙ্কাকে এই উইকেটের জন্য ভালো সংগ্রহ এনে দিয়েছেন মূলত পাথুম নিশাঙ্কা ও সাদিরা সামারাবিক্রমা। দুজনই ফিফটি করেছেন। ২৯ রানে জীবন পাওয়া মেন্ডিস অবশ্য ফিফটি পূর্ণ করে ৫০ রানে আউট হয়ে যান। মেন্ডিসের ওয়ানডে ক্যারিয়ারের এটি ২৪ তম ফিফটি। 

তবে ১৬৪ রানে ৫ উইকেট হারানো শ্রীলঙ্কাকে লড়াই করার সংগ্রহ এনে দেওয়ার বড় কৃতিত্ব সামারাবিক্রমার। তাঁর ৯৩ রানের ইনিংস ম্যাচের পার্থক্য গড়ে দেওয়া হয়ে ওঠে কি না, সেটা দেখতে অবশ্য বাংলাদেশের ইনিংস পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। তাঁর ৭১ বলের ইনিংসে ৮ চার ও ছক্কা। ইনিংসের শেষ বলে আউট হয়েছেন তিনি। 

সামারাবিক্রমার ইনিংসের আগ পর্যন্ত দারুণ বোলিং করেছেন বাংলাদেশের স্পিনারররা। প্রেমাদাসা স্টেডিয়ামের উইকেটে স্পিনারদের জন্য সহায়তা আছে, সেটা দেখিয়েছেন নাসুম আহমেদ ও সাকিব আল হাসান। ১০ ওভারে ৩১ রান দিয়ে অবশ্য উইকেট পাননি আজ একাদশে জায়গা পাওয়া নাসুম। উইকেটশূন্য ছিলেন সাকিবও। ৯ ওভারে ৪৪ রান দিয়েছেন তিনি। 

বাংলাদেশের ইনিংসের প্রাণভোমরা অবশ্য আরেকবার পেসাররা। ছয় উইকেটই ভাগাভাগি করেছেন তিন পেসার। ৩টি করে উইকেট নিয়েছে হাসান ও তাসকিন। হাসান বাংলাদেশকে উইকেটের সূচনা দেন হাসান। দিমুথ করুণারত্নেকে মুশফিকুর রহিমের ক্যাচ বানিয়ে ফেরান এই পেসার। এরপর উইকেটের খোঁজে থাকা বাংলাদেশকে ব্রেক থ্রু দেন শরীফুল ইসলাম। একবার রিভিউ নিয়ে ও আরেকবার মুশফিকের হাত ফসকে বেঁচে যাওয়া পাথুম নিশাঙ্কাকে ৪০ রানে আউট করেন। শেষ পর্যন্ত অবশ্য নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ব্যাটাররা এখন কী করেন, সেটাই দেখার অপেক্ষা।

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে লঙ্কান ডেরায় মালিঙ্গা

বিপিএলের সূচিতে ফের পরিবর্তন আনল বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রয়াণে কাঁদলেন বিসিবি সভাপতি

গম্ভীরকে কি তাহলে বরখাস্ত করতে যাচ্ছে ভারত

বিপিএলে স্থগিত হওয়া ২ ম্যাচের সূচি জানাল বিসিবি

চোট নিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে আর্চার

জাতীয় দলে আর খেলার ‘শখ’ নেই সাকিবের

খালেদা জিয়ার মৃত্যুতে সাকিব-তামিমদের শোকবার্তা

খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনের শোক