হোম > খেলা > ক্রিকেট

ওয়ানডে সিরিজে ভারতকে হারাবে জিম্বাবুয়ে

এশিয়া কাপের পর্দা উঠতে আর বেশি দেরি নেই। ২৭ আগস্ট সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি সংস্করণে শুরু হচ্ছে এই মহাদেশীয় লড়াই। এশিয়া কাপ শুরুর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে লোকেশ রাহুলের নেতৃত্বে জিম্বাবুয়ে যাবে ভারত। ২০১৬ সালের পর এই প্রথম আফ্রিকান দেশটিতে যাবে টিম ইন্ডিয়া। 

তবে এই সফরে নেই নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলির মতো তারকারা। তারপরও ফেবারিট ভারত। কারণ সম্প্রতি তারা ওয়েস্ট ইন্ডিজ সফরে ৪-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়ের পর নিকোলাস পুরানের দলকে টি-টোয়েন্টি সিরিজেও হারিয়েছে। স্বাভাবিকভাবে আত্মবিশ্বাসে বলীয়ান তারা। কিন্তু এরপরও জিম্বাবুয়েকে নিয়ে ভাবতে হচ্ছে ভারতকে। 

কারণ উল্টো তারুণ্যনির্ভর ভারতকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে জিম্বাবুয়ে। সম্প্রতি তারা হারারেতে বাংলাদেশকে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে হারিয়েছে। এবার ভারতের গর্বও চূর্ণ করে দিতে চায় জিম্বাবুয়েনরা। টিম ইন্ডিয়াকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ইনোসেন্ট কাইয়া। এই জিম্বাবুয়েন ব্যাটার ভারতকে ওয়ানডে সিরিজে হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসী। টাইমস নাও’কে দেওয়া এক সাক্ষাৎকারে কাইয়া বলেন, ‘জিম্বাবুয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতবে। এটা আমার ব্যক্তিগত প্রত্যাশা।’ 

জিম্বাবুয়ে যদি অঘটন ঘটায়ও তবে অবাক হওয়ার লোক খুব কমই পাওয়া যাবে। অতীতে ভারতের বিপক্ষে যতোই পরাজয়ের গ্লানি থাকুক না কেন, সম্প্রতি দারুণ ছন্দে আছে তারা। কাইয়া নিজেও আছেন দারুণ ছন্দে। বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে দারুণ সেঞ্চুরি করে দলকে জয়ও এনে দেন তিনি।

তামিমকে ‘দালাল’ বলায় ক্ষোভ, মোস্তাফিজকে নিয়ে যা করেছে কোয়াব

‘মোস্তাফিজের জায়গায় লিটন-সৌম্য হলেও কি একই কাজ করত বিসিসিআই’

ঘূর্ণি জাদুতে এবার রিশাদের ৩ উইকেট, প্রশংসায় অধিনায়ক

শেষ বলের রোমাঞ্চে রাজশাহীকে হারিয়ে শীর্ষেই রইল চট্টগ্রাম

বয়স বাড়ছে স্টার্কের, বাড়ছে ধারও

ভারতের বিপক্ষে বিতর্কিত মন্তব্য করে বিদ্রূপের শিকার আফ্রিদি

তামিমকে ‘ভারতীয় দালাল’ বলায় বিসিবি পরিচালককে ধুয়ে দিলেন তাসকিন-তাইজুলরা

আইসিসির মান অনেক নিচে নেমে যাচ্ছে, বলছেন ভারতীয় ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকায় অদ্ভুতুড়ে ঘটনায় পরিত্যক্ত মুজিবদের খেলা

এবার অন্য রকম অ্যাশেজ কাটাল অস্ট্রেলিয়া