হোম > খেলা > ক্রিকেট

যুক্তরাষ্ট্রে চাপ সামলাতে সামলাতে ক্লান্ত হেটমায়ার

ক্রীড়া ডেস্ক    

ছক্কা মেরে ম্যাচ জেতানো এক রকম অভ্যাস বানিয়ে ফেলেছেন শিমরন হেটমায়ার। ছবি: ক্রিকইনফো

চাপ বলে কোনো শব্দ যেন শিমরন হেটমায়ারের ডিকশনারিতে নেই। বরং বেশি চাপ থাকলেই তিনি সেটা উপভোগ করেন। যুক্তরাষ্ট্রে টানা দুই দিন সিয়াটল অরকাসকে রুদ্ধশ্বাস দুটি ম্যাচ জেতালেন হেটমায়ার। তাঁর ঝোড়ো ব্যাটিংয়ে মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) রেকর্ড বইয়ে নাম উঠে গেছে সিয়াটলের।

২৪ ঘণ্টার মধ্যে ডালাসে দুটি ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে খেলেছে সিয়াটল অরকাস। লক্ষ্য ভিন্ন হলেও দুটি ম্যাচে একই ধরনের পরিস্থিতির মধ্যে পড়েছেন হেটমায়ার। এমআই নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের বিপক্ষে দুই বারই ছক্কা মেরে ম্যাচ শেষ করে ব্যাট উঁচিয়ে ধরেছেন। দুটি ম্যাচেই ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জেতেন ক্যারিবীয় এই বাঁহাতি ব্যাটার। যেখানে ডালাসে স্থানীয় সময় গতরাতে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের দেওয়া ২০৩ রানের লক্ষ্য তাড়া করে ৫ উইকেটে জিতেছে সিয়াটল। শেষ ২ বলে যখন সিয়াটলের ৩ রান দরকার, তখন লস অ্যাঞ্জেলেস পেসার শ্যাডলি ফন শালকিককে ছক্কা মেরে ম্যাচ জেতান হেটমায়ার।

হেটমায়ারের সেই ছক্কায় ১৯.৫ ওভারে ৫ উইকেটে ২০৬ রান করেছে সিয়াটল। তাতে এমএলসি ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ রান তাড়া করে জয়ের কীর্তি গড়েছে দলটি। পাঁচ নম্বরে নেমে ২৬ বলে ৪ চার ও ৬ ছক্কায় ৬৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন হেটমায়ার। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্যারিবীয় এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘ক্লান্ত। খুবই ক্লান্ত। ভাগ্য ভালো যে আমরা ম্যাচটা জিতেছি। আশা করি, আমরা এটা ধরে রাখতে পারব।’

এমএলসির ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড সিয়াটল অরকাসেরই। ডালাসে স্থানীয় সময় পরশু রাতে এমআই নিউইয়র্কের বিপক্ষে ২৩৮ রান তাড়া করে জেতে সিয়াটল। ম্যাচ জিততে সিয়াটলের শেষ বলে ছক্কা মারতেই হতো। নিউইয়র্ক অলরাউন্ডার কাইরন পোলার্ডকে ছক্কা মেরে সিয়াটলকে রুদ্ধশ্বাস জয় পাইয়ে দেন হেটমায়ার। সেবার ৪০ বলে ৯৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন। ৫ চার ও ৯ ছক্কা ছিল তাঁর ইনিংসে।

লস অ্যাঞ্জেলেসের বিপক্ষে ৫ উইকেটের জয়ে এমএলসির পয়েন্ট টেবিলে চারে অবস্থান করছে সিয়াটল অরকাস। ৭ ম্যাচে ২ জয় ও ৫ হারে দলটির পয়েন্ট ৪। সমান ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের এক ও দুইয়ে সান ফ্রান্সিসকো ইউনিকর্নস ও ওয়াশিংটন ফ্রিডম। দুই দলই সাতটি করে ম্যাচ খেলেছে। সান ফ্রান্সিসকো ও ওয়াশিংটনের নেট রানরেট ‍+২.০১৬ ও ‍+০.৬০৩। তিনে থাকা টেক্সাসের ৮ পয়েন্ট।

মেজর লিগ ক্রিকেটে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড

স্কোর দল প্রতিপক্ষ সাল

২৩৮ সিয়াটল নিউইয়র্ক ২০২৫

২২৩ ওয়াশিংটন টেক্সাস ২০২৫

২১৪ ওয়াশিংটন লস অ্যাঞ্জেলেস ২০২৫

২০৬ সিয়াটল লস অ্যাঞ্জেলেস ২০২৫

২০৩ নিউইয়র্ক সিয়াটল ২০২৫

২০২ সান ফ্রান্সিসকো টেক্সাস ২০২৫

নোয়াখালীকে হ্যাটট্রিক হারের লজ্জা দিল রাজশাহী

কাঁপাচ্ছেন রিশাদ, উড়ছে হোবার্টও

বিপিএলে নতুন কোচ নিল ঢাকা

‘সোনার বাংলা’ নামে নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট আনছে বিসিবি

দুই দিনে টেস্ট শেষ হওয়ায় মেলবোর্নকে বাজে রেটিং দিল আইসিসি

সাকিব ভাইকে সবাই পেতে চায়: তাসকিন

‘মোস্তাফিজ ৯ কোটির জায়গায় ১৮ কোটি পেলেও অবাক হতাম না’

রংপুরের কাছে এবার উড়ে গেল চট্টগ্রাম

বিসিএলে প্রত্যাশার চেয়েও বেশি পেয়েছেন মোস্তারি

আগুনে বোলিংয়ে তাসকিনদের রেকর্ডে ভাগ বসালেন পাকিস্তানি ক্রিকেটার