হোম > খেলা > ক্রিকেট

ধবলধোলাই করা বাংলাদেশকে আর্জেন্টাইন সাংবাদিকের অভিনন্দন

ইতিহাস তো বাংলাদেশ ক্রিকেট দল করে ফেলেছিল আগেই। গতকাল সেই ইতিহাসকে ভিন্ন মাত্রা দিল বাংলাদেশ। ইংল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করেছেন সাকিব আল হাসানরা। সাকিবদের অভিনন্দন জানিয়েছেন এক আর্জেন্টাইন সাংবাদিক।

প্রথম দুই ম্যাচ জিতে টি-টোয়েন্টি সিরিজ আগেই নিশ্চিত করে ফেলেছিল বাংলাদেশ। মিরপুরে গতকাল তৃতীয় টি-টোয়েন্টি ছিল ইংল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচ। শেষ টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ১৬ রানে হারিয়ে ধবলধোলাই করেছে বাংলাদেশ। ইংলিশদের প্রথমবার কোনো দ্বিপক্ষীয় সিরিজে ধবলধোলাই করেছে বাংলাদেশ। ফিনো ইয়োসেন নামের আর্জেন্টাইন সাংবাদিক তাঁর টুইটার অ্যাকাউন্টে সাকিবদের ট্রফি উঁচিয়ে ধরার ছবি পোস্ট করে লিখেছেন, ‘ইংলিশদের হারিয়েছে।

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) হালনাগাদ করা সাপ্তাহিক র‍্যাংকিংয়েও এগিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মোস্তাফিজুর রহমানরা দিয়েছেন উচ্চলম্ফ। টি-টোয়েন্টিতে ব্যাটারদের র‍্যাংকিংয়ে ৬৮ ধাপ এগিয়ে ১৬ নম্বরে উঠে এসেছেন শান্ত। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১৪৪ গড় ও ১২৭.৪৩ স্ট্রাইক রেটে ১৪৪ রান করে সিরিজ সেরা হয়েছেন বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার। যার মধ্যে প্রথম টি-টোয়েন্টিতে ৩০ বলে ৫১ রান করেছেন। ৯ ধাপ এগিয়ে ২২ নম্বরে উঠে এসেছেন লিটন। সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ৫৭ বলে ৭৩ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশের এই ওপেনার। বোলারদের র‍্যাংকিংয়ে ১৬ ধাপ এগিয়ে ২০ নম্বরে উঠে এসেছেন মোস্তাফিজুর রহমান।

দুই উপদেষ্টার ‘গ্রিন সিগন্যাল’ পেয়েও দেশে আসতে পারেননি সাকিব

সাত বছর কোমায় থাকার পর লঙ্কান ক্রিকেটারের মৃত্যু

কোমায় অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী ক্রিকেটার মার্টিন

এবার ব্যর্থ সাকিব, বড় ব্যবধানে হারল তাঁর দলও

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে লঙ্কান ডেরায় মালিঙ্গা

বিপিএলের সূচিতে ফের পরিবর্তন আনল বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রয়াণে কাঁদলেন বিসিবি সভাপতি

গম্ভীরকে কি তাহলে বরখাস্ত করতে যাচ্ছে ভারত

বিপিএলে স্থগিত হওয়া ২ ম্যাচের সূচি জানাল বিসিবি