হোম > খেলা > ক্রিকেট

চ্যাম্পিয়নস ট্রফিতে উড়তে চান শান্ত, মিরাজ চাইলেন দোয়া

ক্রীড়া ডেস্ক    

২০২৪-এর নভেম্বরের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে নাজমুল হোসেন শান্ত। ছন্দে থাকায় বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের একাদশেও খুব একটা সুযোগ মেলেনি। এবার তিনি চ্যাম্পিয়নস ট্রফিতে দারুণ কিছু করার ইঙ্গিত দিলেন।

চ্যাম্পিয়নস ট্রফিতে এবার শান্তর নেতৃত্বে খেলবে বাংলাদেশ। হাইব্রিড মডেলের এই আইসিসি ইভেন্ট খেলতে গত রাতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে উড়াল দিয়েছেন ক্রিকেটাররা। ঢাকা বিমানবন্দরে শান্তর গাড়ি থামতেই তাঁর আশেপাশে গণমাধ্যমকর্মী ও ভক্ত-সমর্থকদের ভিড়। এত ভিড় দেখে বাংলাদেশ অধিনায়ক একটু অবাকই হয়েছেন। বিমানে উঠে এরপর নিজের অফিশিয়াল ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছেন তিনি। বাংলাদেশ অধিনায়ক ক্যাপশন দিয়েছেন, ‘পাখা তো আছেই। এখন শুধু উড়তে হবে।’

দলে থাকা ১৫ ক্রিকেটারই দুবাইয়ের উদ্দেশ্যে উড়াল দিয়েছেন চ্যাম্পিয়নস ট্রফি খেলতে। মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, সৌম্য সরকার, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ—এই ৬ ক্রিকেটার ২০১৭, ২০২৫ উভয় চ্যাম্পিয়নস ট্রফির দলেই আছেন। বিমানে ওঠার পর ছবি পোস্ট করে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে মিরাজ লিখেছেন, ‘আমাদের জন্য সবাই দোয়া করবেন।’

দোয়া চাইলেন মেহেদী হাসান মিরাজ। ছবি: ফেসবুক

বাংলাদেশের জার্সিতে নাহিদ রানার অভিষেক হয়েছে গত বছর। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের শুরুটা হয়েছে দুর্দান্ত। এবারের চ্যাম্পিয়নস ট্রফি তাঁর ক্যারিয়ারের প্রথম কোনো আইসিসি ইভেন্ট। চ্যাম্পিয়নস ট্রফিতে লক্ষ্য কী—এই প্রশ্নের উত্তরে নাহিদ রানা বললেন, ‘ভালো কিছু করব ইনশাআল্লাহ।’

৮ দলের চ্যাম্পিয়নস ট্রফি শুরু হচ্ছে ১৯ ফেব্রুয়ারি। টুর্নামেন্টে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে দুবাইয়ে ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে। এর আগে পরশু মিরপুরে সংবাদ সম্মেলনে শান্ত আত্মবিশ্বাসের সঙ্গেই বলেছিলেন, ‘আমরা শুধু অংশ নিতে যাচ্ছি না। আমাদের লক্ষ্য আরও বড়। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছি। এটা বলার জন্য বলছি না। সত্যিই বিশ্বাস করি যে আমাদের সেই সামর্থ্য আছে।’ টুর্নামেন্টে বাংলাদেশ কী করতে পারবে, সেটা সময়ই বলে দেবে। ২৪ ও ২৭ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া

অ্যাশেজে ক্রিকেটারদের মদ্যপান নিয়ে তদন্তে কী পেল ইংল্যান্ড

দুই উপদেষ্টার ‘গ্রিন সিগন্যাল’ পেয়েও দেশে আসতে পারেননি সাকিব

সাত বছর কোমায় থাকার পর লঙ্কান ক্রিকেটারের মৃত্যু

কোমায় অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী ক্রিকেটার মার্টিন

এবার ব্যর্থ সাকিব, বড় ব্যবধানে হারল তাঁর দলও

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে লঙ্কান ডেরায় মালিঙ্গা