হোম > খেলা > ক্রিকেট

বিশ্বকাপের আগে চমকে দিল ইতালি

ক্রীড়া ডেস্ক    

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়েই প্রথমবারের মতো কোনো আইসিসি ইভেন্টে খেলতে যাচ্ছে ইতালি। ছবি: ক্রিকইনফো

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণাতেই চমকে দিয়েছিল ইতালি। ইউরোপের এই দলটি ১৭ জানুয়ারি তাদের বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করে দুই জোড়া ভাই, সাবেক হকি খেলোয়াড় ও দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটারকে। এবার টুর্নামেন্ট শুরুর আগমুহূর্তে চমকে দিল ইতালি।

প্রথমবারের মতো আইসিসির কোনো পূর্ণ সদস্যের দলকে হারিয়ে গত রাতে চমক দেখিয়েছে ইতালি। দুবাইয়ের দ্য সেভেনস স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ইতালি ৪ উইকেটের জয় পেয়েছে আয়ারল্যান্ডের বিপক্ষে। ২০২৩ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত চারবারের মুখোমুখি লড়াইয়ে আইরিশদের প্রথমবার হারাল ইতালি।

দ্য সেভেনস স্টেডিয়ামে গত রাতে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইতালি অধিনায়ক ওয়েইন ম্যাডসেন। আগে ব্যাটিং পাওয়া আয়ারল্যান্ড নির্ধারিত ১৯.৪ ওভারে ১৫৪ রানে গুটিয়ে গেছে। আয়ারল্যান্ড অধিনায়ক ইনিংস সর্বোচ্চ ৪৫ রান করলেও খেলেছেন ৩৭ বল। জয়ের লক্ষ্যে নামা ইতালির ১৯ ওভার শেষে স্কোর দাঁড়িয়েছে ৬ উইকেটে ১৩৯ রান। আইরিশ অধিনায়ক স্টার্লিং তখনবল তুলে দিয়েছেন ব্যারি ম্যাকার্থির হাতে। ইতালির গ্র্যান্ট স্টুয়ার্ট প্রথম তিন বলে ছক্কার হ্যাটট্রিক করে ৩ বল হাতে রেখে ৪ উইকেটের জয় এনে দেন।

২০২৫ সালে আইসিসির ইউরোপ অঞ্চলের বাছাইপর্বের ফাইনাল পর্ব খেলে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়েছে ইতালি। সেবার চার ম্যাচ খেলে দুটিতে জিতেছিল ইতালি। এক ম্যাচ হেরেছিল ও ভেসে গিয়েছিল এক ম্যাচ। গত বছরের ১১ জুলাই ‘দ্য হেগে’ ইতালিকে ৯ উইকেটে হারিয়েছিল নেদারল্যান্ডস। তাতে করে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ডাচরা তো বিশ্বকাপের মূল পর্বের টিকিট কেটেছেই। তারা উঠেছে ইতালিকে নিয়ে। জার্সির ৫ পয়েন্ট থাকলেও নেট রানরেটের কারণে তারা তিনে ও ইতালি দুইয়ে থেকে বাছাইপর্বের ফাইনাল পর্ব শেষ করেছিল।

অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটার জো বার্নসকে ইতালির বদলে যাওয়ার নায়কও বলা যেতে পারে। ২০২৪ থেকে ২০২৫ পর্যন্ত ইতালির হয়ে ৮ ম্যাচে ৪৫.১৬ গড় ও ১৩৮.৯৭ স্ট্রাইকরেটে করেছেন ২৭১ রান। ইতালির জার্সিতে ৮ ম্যাচ খেলে জিতেছেন ৭ ম্যাচে। হেরেছেন এক ম্যাচে। তবে তাঁকে ছাড়াই বিশ্বকাপের দল ঘোষণা করেছে ইতালি। দলের অধিনায়ক ম্যাডসেন সাবেক হকি খেলোয়াড়। দুই জোড়া ভাইও—হ্যারি মানেন্টি, বেঞ্জামিন মানেন্টি এবং অ্যান্থনি মোসকা, জাস্টিন মোসকা—এই দুই জোড়া ভাই নিয়ে প্রথমবারের মতো আইসিসির ইভেন্ট খেলতে যাচ্ছে ইতালি।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘সি’ গ্রুপে ইতালি পাচ্ছে স্কটল্যান্ড, ইংল্যান্ড, নেপাল এবং ওয়েস্ট ইন্ডিজকে। ৯ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে ইতালির পথচলা শুরু হবে। ১২, ১৬ ও ১৯ ফেব্রুয়ারি নেপাল, ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইতালি। যার মধ্যে ইতালি-নেপাল ম্যাচ হবে মুম্বাইয়ের ওয়াংখেড়েতে। ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দুটিও ইতালি খেলবে কলকাতায়। বাংলাদেশ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নেওয়ায় স্কটল্যান্ড সুযোগ পেয়ে যায় টি-টোয়েন্টি বিশ্বকাপে।

‘বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করেছে দেখে কি পাকিস্তানকেও সেটা করতে হবে’

পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারের সমস্যার সমাধানে আইসিসির ‘গ্রিন সিগন্যালের’ অপেক্ষায় স্কটল্যান্ড

বাংলাদেশের সাংবাদিকদের আবেদন কেন প্রত্যাখ্যান করল আইসিসি, ব্যাখ্যা চেয়েছে বিসিবি

বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ‘অপরাজনীতির’ শিকার, মনে করেন ডি ভিলিয়ার্স

আশরাফুল মনে করেন, ভারতই চায়নি বিশ্বকাপে বাংলাদেশ খেলুক

পাকিস্তান বিশ্বকাপ বর্জন করলে বাংলাদেশকে ডাকতে পারে আইসিসি

বাংলাদেশের জন্য মন পুড়ছে স্কটল্যান্ডের

অথচ এই ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে ভাবতে হতো বাংলাদেশের

ভারত চেয়েছিল বিশ্বকাপ খেলুক বাংলাদেশ

ছাদখোলা বাসে শহর ঘুরল রাজশাহী ওয়ারিয়র্স