জিতলে সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকবে, হারলে বিদায় নিশ্চিত। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দুই দলের জন্য আজকের ম্যাচের সমীকরণ এমনই। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ক্যারিবিয়ানদের বিপক্ষে শারজাহে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। টি-টোয়েন্টি বিশ্বকাপে এর আগে দুইবার মুখোমুখি হয়েছিল দুই দল।
২০০৭ সালে দুই দলের প্রথম সাক্ষাতে জয়ের হাসি হেসেছিল বাংলাদেশ। পরেরবার ২০১৪ সালে অবশ্য লড়াইয়ে সমতা আনে ক্যারিবিয়ানরা। দুই দলের জন্য আজকের ম্যাচটা একদিকে বিশ্বকাপের লড়াইয়ে টিকে থাকা, আবার বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে যাওয়ারও।
এই সংস্করণে দুইবারের চ্যাম্পিয়নদের বিপক্ষে নামার আগে অবশ্য একগাদা দুঃসংবাদ শুনতে হয়েছে বাংলাদেশকে। তলপেটের সমস্যায় এই ম্যাচে থাকছেন না উইকেটকিপার-ব্যাটার নুরুল হাসান সোহান। সেরা একাদশে নেই বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। এই দুজনের বদলে একাদশে ঢুকেছেন সৌম্য সরকার আর তাসকিন আহমেদ।
বাংলাদেশ:
লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, সৌম্য সরকার, শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ এবং মোস্তাফিজুর রহমান।