হোম > খেলা > ক্রিকেট

ঢাকার যানজটে বিরক্ত ভারতীয় ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এবার দল পাননি হনুমা বিহারি। হতাশ না হয়ে তিনি খেলতে এসেছেন বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল)। ওয়ানডে সংস্করণে দেশের সবচেয়ে আকর্ষণীয় টুর্নামেন্টে ভারতীয় ক্রিকেটার খেলছেন আবাহনী লিমিটেডের হয়ে। 

এর ফাঁকে গতকাল হনুমা গিয়েছিলেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। উদ্দেশ্য অবশ্য খেলা নয়, মুজিব বর্ষ কনসার্ট উপভোগ করতে। সেখানে এ এর রহমান, মমতাজদের পরিবেশনা তিনি উপভোগ করেছেন স্ত্রীকে সঙ্গে নিয়ে। কনসার্ট থেকে ফেরার সময় ধৈর্যশক্তির চূড়ান্ত পরীক্ষা দিতে হলো ভারতীয় অলরাউন্ডারকে। 

মঙ্গলবার রাতে ঢাকার যানজটে দুই ঘণ্টা আটকে ছিলেন হনুমা। সেটাও একই জায়গায়। এ নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন তিনি। গত রাতে টুইটারে এক টুইটে তিনি লিখেছেন, 'ঢাকায় দুই ঘণ্টা ধরে একই জায়গায় আছি। ভয়ংকর যানজট। সম্ভবত আমার (জীবনের) সবচেয়ে বাজে অভিজ্ঞতা।' কেবল ঢাকার জ্যাম নয়, ঢাকা লিগেও অভিজ্ঞতাটা তাঁর জন্য খুব একটা সুখের হচ্ছে না। 

আবাহনীর জার্সিতে তিন ম্যাচে ৬৬ রান করেছেন হনুমা। সবশেষ ম্যাচে শাইনপুকুরের বিপক্ষে ৪৫ রানে আউট হন তিনি। তাঁর আগের দুই ইনিংস যথাক্রমে ১৮ ও ৩। হনুমার দল আবাহনী পাঁচ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পাঁচে আছে। 

এগোলেন সুপ্তা, পেছালেন জ্যোতি

সবার আগে ফাইনালে বিসিবির দল

নিদাহাস ট্রফিতে শেষ বলে ভারতের ছক্কার স্মৃতি মনে পড়ল লিটনের

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ, এখন বাংলাদেশের সমীকরণ কী

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

বাংলাদেশ-ভারতের রাজনৈতিক বৈরিতা নিয়ে লিটনের ‘নো অ্যানসার’

বিশ্বকাপের আগমুহূর্তে দুশ্চিন্তা বেড়েই চলেছে দক্ষিণ আফ্রিকার

বিপিএল থেকে বিদায় নিয়ে উইকেটের সমালোচনায় লিটন

শেষ বলে ছক্কা মেরে রংপুরকে বিদায় করলেন সিলেটের ওকস

ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের নতুন দুশ্চিন্তা