হোম > খেলা > ক্রিকেট

জুটি ভাঙলেন সাকিব

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

অ্যান্টিগা টেস্টের প্রথম দিনটি হতাশায় কেটেছে বাংলাদেশের। দিনের প্রাপ্তি দুই উইকেট হলেও পুরোদিনে বোলিং-ব্যাটিংয়ে দারুণ খেলেছিল স্বাগতিকেরা।

দ্বিতীয় দিনের শুরুটাও সাকিব আল হাসানের দলের জন্য ছিল হতাশার। উইকেটের পেছনে ক্যাচ মিস, কিংবা বল ব্যাটে লাগার পরও আবেদন না করায় প্রথম ঘণ্টায় উইকেট শূন্য কাটে বাংলাদেশের। 

তবে পানি পানের বিরতির পরই বাংলাদেশকে দারুণ এক ব্রেক থ্রু এনে দেন সাকিব। ওপেনার ক্রেইগ ব্রাথওয়েটের সঙ্গে জুটি গড়া এনক্রুমা বোনারকে ফেরান তিনি।

আজ অ্যান্টিগায় দ্বিতীয় দিনের প্রথম ঘণ্টা শেষে স্বাগতিকদের স্কোর ৩ উইকেট হারিয়ে ১৪৩। উইকেটে ৬২ রানে অপরাজিত ব্রাথওয়েটের সঙ্গে আছেন জেরমাইন ব্ল্যাকউড (৪)।

দ্বিতীয় দিনের শুরু করেন আগের দিনের অপরাজিত দুই ব্যাটার ব্রাথওয়েট ও বোনার। ৪২ রানে অপরাজিত থাকা বোনার দিনের প্রথম ঘণ্টায় তোলেন ব্যক্তিগত ফিফটি। 

একই সঙ্গে বাংলাদেশের সংগ্রহ পেরিয়ে লিড বাড়িয়ে নেন তিনি। আগের দিন ১২ রান করা বোনার এ দিন করেন ২১ রান। ব্যক্তিগত ৩৩ রানে সাকিবের বলে বোল্ড হয়ে ফেরেন বোনার। এতেই ভাঙেন ব্রাথওয়েটের সঙ্গে বোনারের ৬২ রানের জুটি।

বৃষ্টিতে বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ