আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে আইসিসি। প্রথমবার মরুর বুকে বসতে চলা ক্রিকেটের ধুন্ধুমার আসরটি আগামী ১৭ অক্টোবর শুরু হয়ে চলবে ১৪ নভেম্বর পর্যন্ত। সূচি অনুযায়ী, বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হবে উদ্বোধনী দিনেই। প্রথম রাউন্ডের সবকটি ম্যাচ হবে ওমানে।
১৭ অক্টোবর নিজেদের প্রথম ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদ বাহিনীর প্রতিপক্ষ স্কটল্যান্ড। এক দিন বিরতি দিয়ে ১৯ অক্টোবর স্বাগতিকদের মুখোমুখি হবে রাসেল ডমিঙ্গোর শিষ্যরা। আর ২১ অক্টোবর পাপুয়া নিউ গিনির বিপক্ষে প্রথম রাউন্ডের শেষ ম্যাচ খেলবে লাল–সবুজের প্রতিনিধিরা।