হোম > খেলা > ক্রিকেট

বিপিএল মাতানো রুশো আবার ফিরতে চান জাতীয় দলে 

প্রতিটি খেলোয়াড়ের স্বপ্ন থাকে দেশকে প্রতিনিধিত্ব করার। অনেকে সেটা পূরণ করতে পারেন আবার অনেকে তা পারেন না। কেউ আবার সুযোগ পেয়ে কিছু সময় পর খেই হারিয়ে ফেলেন। দক্ষিণ আফ্রিকার রাইলি রুশো তেমনি একজন ক্রিকেটার। বিপিএল মাতানো রুশো আবারো জাতীয় দলের প্রতিনিধিত্ব করতে চান। 

রুশো সীমিত ওভারের জন্য একজন দুর্দান্ত ব্যাটার। ঘরোয়া ক্রিকেটের ফর্ম দিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ২০১৪ সালে সুযোগ পান জাতীয় দলে। কিন্তু শুরুটা একদমই ভালো হয়নি। ক্যারিয়ারের প্রথম ছয় ম্যাচের ৪ টিতেই ফিরেছিলেন শূণ্য রানে। পরে অবশ্য নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। ওয়ানডেতে ৩৬ ম্যাচে ৩৮.৭১ গড়ে ১২৩৯ রান করেন। এর মধ্যে তিনটি সেঞ্চুরিও আছে। 

কলপ্যাক চুক্তি করার পূর্বে দেশের হয়ে তাঁর সর্বশেষ ইংনিসটি ছিল ১২২ রানের অষ্ট্রেলিয়ার বিপক্ষে। কিন্তু তাঁর সময় দক্ষিন আফ্রিকার দল ছিল তারকায় ঠাসা। এবি ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি, ফ্যাফ দু প্লেসি তো ছিলই। সে সময় আবার তরুন ডি কক, ডেভিড মিলাররা এলে রুশো দলে সুযোগ পাচ্ছিলেন কম। তাছাড়া তখনকার কোচ রাসেল ডোমিঙ্গও তাঁর খেলার ধরণ খুব একটা পছন্দ করতেন না। তখন রুশো কাউন্টি লিগ খেলতে যান কলপ্যাক চুক্তির মাধ্যমে। 

ব্রেক্সিটের কারনে এখন কলপ্যাক চুক্তি ইংল্যান্ডে কার্যকর নয়। তাই দক্ষিন আফ্রিকার এ ব্যাটার জাতীয় দলের হয়ে আবারো খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। ২০১৬ পর নিজের খেলাতেও অনেক উন্নতি করেছেন। এ বিষয়ে গণমাধ্যমকে রুশো বলেছেন, ‘আমি দেশের হয়ে আবারো খেলতে চাই। যদি আমরা একমত হতে পারি বিদেশি খেলোয়াড়ের অংশগ্রহণে কোন পার্থক্য নেই। তাছাড়া ২০১৬ সময়ের চেয়ে আমি এখন শতভাগ ভালো ব্যাটার। সাদা বলের ক্রিকেটে আমি বিশ্বের সেরা খেলোয়াড়দের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে খেলেছি।’ 

দক্ষিন আফ্রিকার ক্রিকেট বোর্ডের সাথে যোগাযোগের বিষয়ে তিনি বলেছেন, ‘দলের নির্বাচকরা এখনো আমার সাথে যোগাযোগ করেনি।’ 

বর্তমানে তিনি সমারসেটের হয়ে দূরন্ত ফর্মে আছেন। ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্ট টু টুয়েন্টি ব্লাস্টে রান সংগ্রহে শীর্ষে আছেন। তিনি ৯২.৬৬ গড়ে ২৭৮ রান করেছেন।

তামিমকে ‘দালাল’ বলায় ক্ষোভ, মোস্তাফিজকে নিয়ে যা করেছে কোয়াব

‘মোস্তাফিজের জায়গায় লিটন-সৌম্য হলেও কি একই কাজ করত বিসিসিআই’

ঘূর্ণি জাদুতে এবার রিশাদের ৩ উইকেট, প্রশংসায় অধিনায়ক

শেষ বলের রোমাঞ্চে রাজশাহীকে হারিয়ে শীর্ষেই রইল চট্টগ্রাম

বয়স বাড়ছে স্টার্কের, বাড়ছে ধারও

ভারতের বিপক্ষে বিতর্কিত মন্তব্য করে বিদ্রূপের শিকার আফ্রিদি

তামিমকে ‘ভারতীয় দালাল’ বলায় বিসিবি পরিচালককে ধুয়ে দিলেন তাসকিন-তাইজুলরা

আইসিসির মান অনেক নিচে নেমে যাচ্ছে, বলছেন ভারতীয় ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকায় অদ্ভুতুড়ে ঘটনায় পরিত্যক্ত মুজিবদের খেলা

এবার অন্য রকম অ্যাশেজ কাটাল অস্ট্রেলিয়া