হোম > খেলা > ক্রিকেট

নিউজিল্যান্ডে পৌঁছেছে বাংলাদেশ দল 

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ডে পৌঁছেছে বাংলাদেশ দল। বাংলাদেশ সময় ভোর ৪টা ৪৫ মিনিটে অকল্যান্ডে পৌঁছেছেন মুমিনুল হক-মুশফিকুর রহিমরা। করোনার নতুন ধরন ওমিক্রণ দ্রুত ছড়িয়ে পড়ায় নিউজিল্যান্ডে কঠোর স্বাস্থ্যবিধি মানতে হবে বাংলাদেশ দলকে।

পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্ট শেষ করে সেদিন রাতেই নিউজিল্যান্ডের উদ্দেশে উড়াল দেয় বাংলাদেশ দল। ৮ ডিসেম্বর দিবাগত রাত একটায় দেশ ছাড়ার পর আজ ভোরে তারা নিউজিল্যান্ডে পৌঁছেছে। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের নিয়মানুযায়ী কোয়ারেন্টিনে থাকার পর করোনা নেগেটিভ সাপেক্ষে অনুশীলন শুরু করতে পারবে বাংলাদেশ দল। 

গত সফরের মতো এবার অবশ্য ১৫ দিন কোয়ারেন্টিন করতে হবে না। থাকতে হবে ৭ দিনের কোয়ারেন্টিনে। এই নিয়ে চলতি বছর দ্বিতীয়বার নিউজিল্যান্ড সফরে গেল বাংলাদেশ। গত ফেব্রুয়ারিতে কিউইদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলে বাংলাদেশ। 

তিন সংস্করণ মিলিয়ে নিউজিল্যান্ডে এখনো জয়ের দেখা পায়নি বাংলাদেশ দল। সব মিলিয়ে ৩৩ ম্যাচ খেলে প্রতিটিতেই পেয়েছে হারের স্বাদ। সাকিব আল হাসান, তামিম ইকবালকে ছাড়া এবারের বাংলাদেশ দল সেই গেঁরো খুলতে পারে কি না, সেটিই এখন দেখার বিষয়। ১ জানুয়ারি মাউন্ট মঙ্গানুইতে শুরু হবে প্রথম টেস্ট। ৯ জানুয়ারি ক্রাইস্টচার্চে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। 

এগোলেন সুপ্তা, পেছালেন জ্যোতি

সবার আগে ফাইনালে বিসিবির দল

নিদাহাস ট্রফিতে শেষ বলে ভারতের ছক্কার স্মৃতি মনে পড়ল লিটনের

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ, এখন বাংলাদেশের সমীকরণ কী

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

বাংলাদেশ-ভারতের রাজনৈতিক বৈরিতা নিয়ে লিটনের ‘নো অ্যানসার’

বিশ্বকাপের আগমুহূর্তে দুশ্চিন্তা বেড়েই চলেছে দক্ষিণ আফ্রিকার

বিপিএল থেকে বিদায় নিয়ে উইকেটের সমালোচনায় লিটন

শেষ বলে ছক্কা মেরে রংপুরকে বিদায় করলেন সিলেটের ওকস

ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের নতুন দুশ্চিন্তা