হোম > খেলা > ক্রিকেট

পাকিস্তানকে চাপে রেখেছে বাংলাদেশ 

অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকা—তিনটা দল এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে। বেনোনিতে আজ বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটি ‘অলিখিত কোয়ার্টার ফাইনাল’। বাংলাদেশকে শুধু জিতলেই হচ্ছে না, নেট রানরেটের হিসেবও মেলাতে হবে। সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে নিয়ন্ত্রিত বোলিংয়ে বাংলাদেশ চাপে রেখেছে পাকিস্তানকে। 

টস জিতে আজ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকেই রানের জন্য ধুঁকতে থাকে পাকিস্তান। প্রথম ৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৬ রান। পঞ্চম ওভারে প্রথম বাউন্ডারির দেখা পায় পাকিস্তান। পঞ্চম ওভারের তৃতীয় বলে ইকবাল হোসেন ইমনকে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে চার মেরে প্রথম বাউন্ডারি মারেন শামিল হুসেইন। এরপর ষষ্ঠ থেকে অষ্টম—তিন ওভারেই চার মেরেছে পাকিস্তান। যার মধ্যে সপ্তম ওভারে ইকবাল হোসেন ইমনকে দুই চার মারেন পাকিস্তানি ওপেনার শামিল। দলীয় ৩৭ রানে ভেঙে যায় পাকিস্তানের উদ্বোধনী জুটি। নবম ওভারের চতুর্থ বলে শামিলকে বোল্ড করেন রহনত দৌল্লাহ বর্ষণ। 

উদ্বোধনী জুটি ভাঙার পর ব্যাটিংয়ে নামেন আজান আওয়াইস। তিন নম্বরে নামা আওয়াইসের উইকেটও তুলে নেন বর্ষণ। ১১ তম ওভারের চতুর্থ বলে বর্ষণের অসাধারণ এক বাউন্সারে বিভ্রান্ত হয়ে ব্যাটে লেগে যায় আওয়াইসের। আউটসাইড এজ হওয়া বল ক্যাচ ধরেন বাংলাদেশের উইকেটরক্ষক আশিকুর রহমান শিবলি। এরপর চার নম্বরে ব্যাটিংয়ে নামেন পাকিস্তানি অধিনায়ক সাদ বাইগ। তিনিও আউট হয়েছেন রান আউটের ফাঁদে কাটা পড়ে। পয়েন্ট থেকে দুর্দান্ত থ্রো করেছেন আরিফুল ইসলাম। দ্রুত ৩ উইকেট হারিয়ে পাকিস্তানের স্কোর হয়ে যায় ১৭ ওভারে ৩ উইকেটে ৬৬ রান। পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নেমে আহমাদ হাসান অপরাজিত আছেন ৯ বলে ২ রানে। ওপেনার শাহজাইব খান ৫৪ বলে ২২ রান করে এখনো অপরাজিত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের স্কোর ২০ ওভারে ৩ উইকেটে ৬৯ রান।

সুপার ওভার রোমাঞ্চে জিতল রাজশাহী

শামীমের ঝোড়ো ব্যাটিংয়েও জিততে পারল না ঢাকা

একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

দেখে নিন নতুন বছরে ক্রিকেট-ফুটবলে বাংলাদেশের সূচি

রাষ্ট্রীয় শোকের পরিবেশে আতশবাজি-পটকা ফোটানো হচ্ছে কেন, তামিমের প্রশ্ন

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন