হোম > খেলা > ক্রিকেট

জন্মদিনের কেক খেয়েই মুমিনুলের সেঞ্চুরি

টিম হোটেলে সতীর্থ আর কোচিং স্টাফদের নিয়ে গতকাল কেক কেটে নিজের ৩০তম জন্মদিন উদযাপন করেছেন মুমিনুল হক। ম্যাচ না থাকায় মাঠে জন্মদিন রাঙানোর সুযোগ পাননি। তবে আজ মাঠে নেমেই আর দেরি করলেন না। চট্টগ্রামে ‘এ’ দলের হয়ে এইচপি দলের বিপক্ষে তুলে নেন সেঞ্চুরি। 

মুমিনুলের সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ‘এ’ দলের সংগ্রহ ৩২০ রান। 

চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই বেশ সাবলীল ছিলেন মুমিনুল হক। উদ্বোধনী জুটিতে নাজমুল হোসেন শান্তকে নিয়ে গড়েন ১৫৪ রানের জুটি। ৮৫ বলে ৬৭ রান করে শান্ত বিদায় নিলেও রানের চাকা সচল রাখেন মুমিনুল। তবে এর আগে ২৭ রানের সময় এইচপির দলের ভুলে জীবন পান একবার। এরপর আর ভুল করেননি। দেখেশুনে খেলেই সেঞ্চুরি পূর্ণ করেছেন। 

সেঞ্চুরির পর যেন খোলস থেকে বের হয়ে আসেন মুমিনুল। দ্রুতই ব্যক্তিগত রানের খাতায় যোগ করেন আরও ২৮ রান। শেষ পর্যন্ত ১২৮ রানে মাঠ ছাড়েন বাংলাদেশ টেস্ট অধিনায়ক।

ব্যাটিংয়ে রান খরায় ভোগা মুশফিকুর রহিমও পরে ফিফটি তুলে নিয়েছেন। ৬২ রান করে মাঠ ছাড়েন মুশফিক। মুশফিকের আউটের পর দ্রুতই চার উইকেট হারায় ‘এ’ দল। 

শামীমের ঝোড়ো ব্যাটিংয়েও জিততে পারল না ঢাকা

একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

দেখে নিন নতুন বছরে ক্রিকেট-ফুটবলে বাংলাদেশের সূচি

রাষ্ট্রীয় শোকের পরিবেশে আতশবাজি-পটকা ফোটানো হচ্ছে কেন, তামিমের প্রশ্ন

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি