হোম > খেলা > ক্রিকেট

কমনওয়েলথে খেলা হচ্ছে না বাংলাদেশের

কমনওয়েলথ গেমসের বাছাই পর্বে টানা তিন জয়ে অঘোষিত ফাইনালে উঠেছিল বাংলাদেশ। মূলপর্বে খেলতে হলে এই ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে জিততেই হতো নিগার সুলতানাদের। কিন্তু শ্রীলঙ্কার কাছে ২২ রানে হেরে স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশের মেয়েদের। এই হারে কমনওয়েলথের মূলপর্বে খেলা হচ্ছে না বাংলাদেশের। 

কুয়ালালামপুরের কিনরারা একডেমি ওভালে শ্রীলঙ্কার দেওয়া ১৩৭ রানের লক্ষ্য টপকাতে পারেনি বাংলাদেশ। লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১৮ রানে ফিরে যান শামিমা সুলতানা। দ্বিতীয় উইকেটে মুরশিদা খাতুন ও ফারজানা হক ৫০ রানের জুটি গড়ে বাংলাদেশকে জয়ের পথেই রেখেছিলেন। কিন্তু ৬৮ রানে মুরশিদা ফেরার পর মূলপর্বে খেলার স্বপ্ন ফিকে হতে শুরু হয়। বল আর প্রয়োজনীয় রানের ব্যবধান বাড়তে থাকে। ধীরে ধীরে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৪ রানে থামেন শামিমা-নিগাররা। 

এর আগে টস জিতে আগে ব্যাটিং করে ৬ উইকেট হারিয়ে ১৩৬ রানের সংগ্রহ পায় শ্রীলঙ্কা। বাংলাদেশের বোলারদের মধ্যে নাহিদা আক্তার দুটি উইকেট নিলেও ছিলেন বেশ খরুচে। ৪ ওভার বোলিং করে দিয়েছেন ৩৪ রান। আর রোমানা আহমেদ ৪ ওভারে ৩৩ রান দিয়ে নেন ১ উইকেট। 

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার, রাখলেন প্রতিশ্রুতি

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও প্লে-অফে রিশাদের হোবার্ট

চট্টগ্রামকে পেছনে ফেলে রংপুর কি শীর্ষে ফিরতে পারবে