হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশের বিপক্ষে তিন নতুন মুখ নিয়ে খেলবে কিউইরা

নিউজিল্যান্ড সফরের জন্য বাংলাদেশ অনেক আগেই দল ঘোষণা করেছে। গতকাল স্বাগতিক নিউজিল্যান্ড তাদের স্কোয়াড ঘোষণা করছে। তবে ঘরের মাঠের ওয়ানডে সিরিজে সিনিয়র খেলোয়াড়দের বিশ্রাম দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)। 

কেন উইলিয়ামসন, টিম সাউদি, ডেভন কনওয়ে ও ড্যারিল মিচেলদের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের ছাড়াই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে কিউইরা। এ ছাড়া চোটের কারণে নেই ম্যাট হেনরি, লকি ফার্গুসন, জিমি নিশামের মতো তারকারাও। অন্যদিকে নিজেকে এই সিরিজ থেকে সরিয়ে নিয়েছেন ট্রেন্ট বোল্টও। ১৩ সদস্যের দলে বিশ্বকাপের মাত্র সাতজন খেলোয়াড় বাংলাদেশের বিপক্ষে সুযোগ পেয়েছেন।

সিনিয়ররা না থাকায় তিন নতুন মুখকে সুযোগ দিয়েছে নিউজিল্যান্ড। নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন ২৬ বছর বয়সী অলরাউন্ডার জশ ক্লার্কসন, ২২ বছর বয়সী পেসার উইল ও’রুর্কে ও ২১ বছর বয়সী আদি অশোক। এঁদের মধ্যে ইতিমধ্যে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে অশোকের। অবশ্য এই লেগ স্পিনারকে সিরিজের শেষ দুই ম্যাচের জন্য নেওয়া হয়েছে। 

অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ১৭ ডিসেম্বর সিরিজের প্রথম ওয়ানডে খেলবে নিউজিল্যান্ড। দ্বিতীয় ম্যাচটি হবে নেলসনে ২০ ডিসেম্বর। আর সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ২৩ ডিসেম্বর নেপিয়ারে।

বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে দল—

টম ল্যাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, টম ব্লান্ডেল, মার্ক চাপম্যান, জশ ক্লার্কসন, আদি অশোক (দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ), জ্যাকব ডাফি, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, হেনরি নিকোলস, উইল ও’রুর্কে, রাচিন রবীন্দ্র, ইশ সোধি (প্রথম ম্যাচ), উইল ইয়াং।

এগোলেন সুপ্তা, পেছালেন জ্যোতি

সবার আগে ফাইনালে বিসিবির দল

নিদাহাস ট্রফিতে শেষ বলে ভারতের ছক্কার স্মৃতি মনে পড়ল লিটনের

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ, এখন বাংলাদেশের সমীকরণ কী

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

বাংলাদেশ-ভারতের রাজনৈতিক বৈরিতা নিয়ে লিটনের ‘নো অ্যানসার’

বিশ্বকাপের আগমুহূর্তে দুশ্চিন্তা বেড়েই চলেছে দক্ষিণ আফ্রিকার

বিপিএল থেকে বিদায় নিয়ে উইকেটের সমালোচনায় লিটন

শেষ বলে ছক্কা মেরে রংপুরকে বিদায় করলেন সিলেটের ওকস

ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের নতুন দুশ্চিন্তা