হোম > খেলা > ক্রিকেট

হাসান মাহমুদ মনে করেন, ৪০০ হলে পারবে বাংলাদেশ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মিরপুর টেস্টের প্রথম দিনে কাল পড়েছে ১৬ উইকেট, আজ সেখানে সারা দিনে ৭ উইকেট। প্রথম ইনিংসে বাংলাদেশ করেছে ১০৬, দক্ষিণ আফ্রিকা সেখানে ৩০৮। বাংলাদেশ দ্বিতীয় দিন শেষ করেছে ৩ উইকেটে ১০১ রান তুলে, এখনো পিছিয়ে ১০১ রানে। বাংলাদেশ কী লক্ষ্য নিয়ে কাল তৃতীয় দিন শুরু করবে? 

মিরপুর টেস্টের যে গতিবিধি, তাতে আরেকটি হারের চোখ রাঙানি বাংলাদেশের সামনে। তবু হাসান মাহমুদ আশাবাদী, অন্তত ২০০ রানের একটা লিড হলে কাল প্রোটিয়াদের বিপক্ষে দারুণ কিছু সম্ভব হতে পারে। দিনের খেলা শেষে আজ সংবাদ সম্মেলনে আসা বাংলাদেশ দলের তরুণ ফাস্ট বোলার বললেন, ‘আমরা মনে ২০০ ‍+ রানের লক্ষ্য দিতে পারলে আমরা পারব ইনশা আল্লাহ।’ 

২০০ রানের লিড দিতে হলে বাংলাদেশকে দ্বিতীয় ইনিংসে ৪০০-এর বেশি রান করতে হবে। যে দলের ব্যাটিং তাসের ঘরের সঙ্গে তুলনীয়, তারা কি পারবে এই কঠিন কাজ করতে? এই চ্যালেঞ্জ উতরে যেতে হাসানের কাছে সহজ সূত্র, ‘আমরা যদি তিন সেশন ব্যাটিং করতে পারি, তাহলে সম্ভব। দুই-আড়াই সেশন ব্যাটিং করলেও আমরা ৪০০ রানের কাছাকাছি যেতে পারব।’ সেটা যেতেও বাংলাদেশকে অন্তত দুই সেশন ব্যাটিং করতে হবে। জয়-মুশফিকেরা আদৌ পারবেন? হাসানের সংক্ষিপ্ত উত্তর, ‘সম্ভব।’ 

বাংলাদেশ যেভাবে মিরপুর টেস্টের উইকেট পড়েছিল, সেটা যে খেলার সঙ্গে মেলেনি এখনো—প্রথম দুই দিনে পেসারদের সাফল্যই তা বলে দিচ্ছে। এখনো পর্যন্ত যে ২৩টি উইকেট পড়েছে, এর ১১টিই পেসারদের। বাংলাদেশের বোলারদের মধ্যে আজ সবচেয়ে সফল ওই সবেধন নীলমণি হাসান, নিয়েছেন ৩ উইকেট। তাহলে বাংলাদেশ মাত্র এক পেসার নিয়ে খেলছে কেন? এ ম্যাচে কি আরেকটি পেসার দরকার ছিল বাংলাদেশ একাদশে? 

হাসান এ প্রশ্নের উত্তর এড়িয়ে যেতে চাইলেন, ‘সব বোলারের দায়িত্ব একই থাকে—উইকেট নেওয়া। আমাকে যেহেতু নেওয়া হয়েছে, হোক একটা পেসার। দুইটা পেসার। আমার কাজ কীভাবে উইকেটশিকারি ডেলিভারি করা। উইকেট টু উইকেট বল করা। আমার কাছে এটা ব্যাপার না যে একটা পেসার খেলালে ভালো হতো। দুটি খেলালে ভালো হতো। এটা সম্পূর্ণ তাদের (একাদশ নির্বাচন যারা করেন) বিষয়।’ 

এক পেসারের প্রসঙ্গ বারবার আসায় শেষে হাসান এক রসাল উত্তর দিয়ে সংবাদ সম্মেলন কক্ষ ছাড়লেন, ‘দুই পাশ থেকেই আমি করলে আরও ভালো হতো!’

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাসকিনকে নিয়ে শঙ্কা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনে রাজি হতে পারে আইসিসি, তবে...

রংপুর কি হ্যাটট্রিক হার এড়াতে পারবে

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার, রাখলেন প্রতিশ্রুতি