হোম > খেলা > ক্রিকেট

সেঞ্চুরি করতে বাংলাদেশকেই বেছে নিলেন গুরবাজ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে

ইনিংসের ২৭তম ওভারে সাকিব আল হাসানের প্রথম বলে মিড উইকেটে ঠেলে দিয়ে, একটি রান নিয়েই হেলমেট খুলে উড়তে চাইলেন রহমানউল্লাহ গুরবাজ। ১৬ মাস পর সেঞ্চুরির দেখা পেলেন, তাঁর তো ওড়ারই কথা। এই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেই সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন গুরবাজ।

২০২২-এর ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে খেলেছিলেন ১০৬ রানের অপরাজিত এক ইনিংস। এরপর ১০টি ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছেন ২৩ ম্যাচ, কিন্তু ৩ সংখ্যার ঘরে একবারও ইনিংস নিয়ে যেতে পারেননি। ১৬ মাস পর একই মাঠে একই প্রতিপক্ষের বিপক্ষে পেলেন সেঞ্চুরি। চট্টগ্রামে গুরবাজই এখন আফগানিস্তানের সর্বোচ্চ রান সংগ্রাহক।

ওয়ানডেতে চতুর্থ সেঞ্চুরি করতে গুরবাজ খেলেছেনও ১০০ বল। ইনিংসে ছিল ৮টি চার ও ৬টি ছক্কা। গরবাজ ও ইবরাহিম জাদরানের অসাধারণ ব্যাটিংয়ের সৌজন্যে বড় সংগ্রহের আভাস দিচ্ছে আফগানিস্তান। প্রথম ওয়ানডে ১৭ রানে জিতেছিল সফরকারীরা। আজ জিতলেই প্রথমবার বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের কীর্তি গড়বেন তাঁরা।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গুরবাজ ও ইবরাহিম যেন ছেলেখেলায় মেতে উঠলেন বাংলাদেশের বোলারদের নিয়ে। দ্বিতীয় ওয়ানডেতে মাত্র ১৪.২ ওভারেই ১০০ রান তোলেন আফগানরা। এ প্রতিবেদন পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে ২৮ ওভারে ১৭৪ রান সংগ্রহ করেছে আফগানিস্তান। ৪৮ রানে অপরাজিত আছেন ইবরাহিম। রান তোলার হারও ৬-এর ওপরে।

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল

হেডের সেঞ্চুরিতে বড় লিডের পথে অস্ট্রেলিয়া

কনওয়ের ডাবল সেঞ্চুরি, মাউন্ট মঙ্গানুইতে ব্যাটারদের দাপট

সবার আগে বিশ্বকাপের দল দিল পাকিস্তান

ওসমান হাদির মৃত্যুতে শোকাহত বিসিবি-বাফুফে

বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল দেখবেন কোথায়

বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ কারা, জানাল বিসিবি

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আম্পায়ারদের কাছে ব্যাখ্যা চাইছেন স্টেইন

আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্ট ইংল্যান্ড, আইসিসির কাছে করবে নালিশ

হঠাৎ কেন চেয়ার ছুড়ে মারতে গিয়েছিলেন ম্যাকগ্রা