হোম > খেলা > ক্রিকেট

ভারতের বিপক্ষে ফাইনাল থেকে ছিটকে গেলেন হ্যাজলউড 

চোটে পড়ায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে দীর্ঘদিন বাইরে জস হ্যাজলউড। ভারতের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল দিয়ে অস্ট্রেলিয়ার জার্সিতে ফেরার সুযোগ ছিল। তবে চোটে পড়ায় ফাইনাল থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার এই পেসার। 

আগামী ৭ জুন লন্ডনের ওভালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবে অস্ট্রেলিয়া-ভারত। হ্যাজলউডকে নিয়েই ফাইনালের দল ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া। অনুশীলন সেশনে পুরো ছন্দে বোলিংও করছিলেন তিনি। তবে তার বাঁ পায়ের মাংশপেশির চোট বেশ ভোগাচ্ছিল। একই সঙ্গে কয়েকদিন আগে আইপিএল খেলে পেয়েছেন পিঠের ব্যথা। চোট জর্জর হ্যাজলউড তাই ছিটকে গেলেন ফাইনাল থেকে। হ্যাজলউড প্রসঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেন, ‘জশ সবুজ সংকেত পাওয়ার খুব খুব কাছে ছিল। তবে আমরা জানি যে আমাদের আসন্ন সময়সূচী শুধু এই একমাত্র টেস্ট ম্যাচ না। এটা জশকে এজবাস্টনের জন্য প্রস্তুতি নিতে ভালোমতো সহায়তা করবে। সাত সপ্তাহে ৬ টেস্ট ম্যাচের জন্য আমাদের একঝাঁক ফাস্ট বোলার দরকার।’ হ্যাজলউডের পরিবর্তে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দলে ডাক পেয়েছেন মাইকেল নেসের। নেসের সর্বশেষ টেস্ট খেলেছেন গত বছরের ডিসেম্বরে। 

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যেই শুরু হচ্ছে অ্যাশেজ। ১৬ জুন এজবাস্টনে শুরু হবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মহারণ। লন্ডনের ওভালে ২৭ জুলাই হবে দুই দলের পঞ্চম টেস্ট। 

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়া দল: 
প্যাট কামিন্স (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ (সহ-অধিনায়ক), মারনাস লাবুশেন, উসমান খাজা, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), ক্যামেরন গ্রিন, মার্কাস হ্যারিস, ট্রাভিস হেড, জশ ইংলিশ (উইকেটরক্ষক), নাথান লায়ন, টড মার্ফি, মাইকেল নেসের, মিচেল স্টার্ক

বিকেলে কাঁপালেন মোস্তাফিজ, রাতে সাকিব

ভারতকে একা হাতে শেষ করে দেওয়া কে এই সামির মিনহাজ

হঠাৎ ভাত থেকে স্যান্ডউইচে চলে গেলি, শামীমকে সাইফউদ্দিন

এবারও পাকিস্তানের বোর্ডপ্রধানকে বর্জন করলেন ভারতীয় ক্রিকেটাররা

দুবাইকে জিতিয়ে ম্যাচসেরা মোস্তাফিজ

মিঠুনকে কেন অধিনায়ক করল ঢাকা ক্যাপিটালস

মোস্তারির ফিফটিতে উত্তরাঞ্চলের হ্যাটট্রিক জয়, হেরেই চলেছে পূর্বাঞ্চল

ভারতকে গুঁড়িয়ে ১৩ বছর পর চ্যাম্পিয়ন পাকিস্তান

১ ওভারে মোস্তাফিজের ৩ উইকেট, হলো না হ্যাটট্রিক

বিপিএলে রাজশাহীর উইকেটরক্ষক আসলে কে, মুশফিক নাকি আকবর