হোম > খেলা > ক্রিকেট

‘ভারতীয় ব্যাটারদের জন্য রান করা কঠিন হবে’

এশিয়া কাপ শুরুর আগে বড় ধাক্কা খেয়েছে পাকিস্তান। হাঁটুর চোটে ছিটকে গেছে নিজেদের সেরা পেসার শাহিন শাহ আফ্রিদি। তবে মূল পেসারকে হারালেও বাকি পেসারদের ওপর ভরসা রাখছেন প্রধান কোচ সাকলাইন মুশতাক। নাসিম শাহ, মোহাম্মদ হাসনাইন ও হারিস রউফের ওপর শুধু ভরসাই করছেন না পাকিস্তানের কোচ, ভারতীয় ব্যাটারদের  হুমকিও দিয়ে রাখলেন তিনি। পাকিস্তানের কোচ জানিয়েছেন, পাকিস্তানের পেস ত্রয়ীর বিপক্ষে রান করা কঠিন হবে রোহিত শর্মা-বিরাট কোহলিদের। 

ভারত-পাকিস্তানের লড়াই মানেই চরম উত্তেজনার ম্যাচ। আবার ম্যাচটি যদি কোনো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের হয় তাহলে উত্তেজনার মাত্রা আরও বেড়ে যায়। তাই সবার চোখ ২৮ আগস্টের এশিয়া কাপের ম্যাচে। সংবাদমাধ্যমের সঙ্গে ম্যাচটি নিয়ে কথা বলেছেন পাকিস্তানের প্রধান কোচ মুশতাক। তাঁর মতে, শাহিন না থাকলেও দলের পেস আক্রমণ অনেক শক্তিশালী। নাসিম, হাসনাইন ও হারিস কয়েক বছর ধরেই ভালো পারফরম্যান্স করছে। 

মুশতাক বলেছেন, ‘গত কয়েক বছর ধরেই এই ত্রয়ী পেসার দলের পরিকল্পনা ও চাহিদা অনুযায়ী কাজ করছে। কোচ হিসেবে আমি, অধিনায়ক ও পুরো সাপোর্ট স্টাফ তাঁদের সামর্থ্যের ওপর আস্থা রাখছি। দলের পেস আক্রমণের নেতা ছিল শাহিন। তবে এই ত্রয়ী নিজের দিনে ম্যাচ পরিবর্তন করতে পারে। তাই ভারতের ব্যাটারদের জন্য রান করা কঠিন হবে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে লঙ্কান ডেরায় মালিঙ্গা

বিপিএলের সূচিতে ফের পরিবর্তন আনল বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রয়াণে কাঁদলেন বিসিবি সভাপতি

গম্ভীরকে কি তাহলে বরখাস্ত করতে যাচ্ছে ভারত

বিপিএলে স্থগিত হওয়া ২ ম্যাচের সূচি জানাল বিসিবি

চোট নিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে আর্চার

জাতীয় দলে আর খেলার ‘শখ’ নেই সাকিবের

খালেদা জিয়ার মৃত্যুতে সাকিব-তামিমদের শোকবার্তা

খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনের শোক