হোম > খেলা > ক্রিকেট

সবার ওপরে তাহলে শরীফুলই থাকছেন

২০২৪ বিপিএলের প্রথম হ্যাটট্রিক, দলের জয়—শরীফুল ইসলামের কাছে এবার টুর্নামেন্টের শুরুটা হয় স্বপ্নের মতো। দশম বিপিএলের প্রথম ম্যাচেই তাঁর দল দুর্দান্ত ঢাকা হারিয়ে দেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানসকে। 

দারুণ শুরুর ধারাবাহিকতা শরীফুল ধরে রেখেছেন টুর্নামেন্ট জুড়েই। ব্যাটারদের পরীক্ষায় ফেলে উইকেট নেন নিয়মিত। ১২ ম্যাচে ৭.৮১ ইকোনমিতে পেয়েছেন ২২ উইকেট। এবারের বিপিএলে এখনো পর্যন্ত সর্বোচ্চ উইকেট তাঁরই। তাঁর দল দুর্দান্ত ঢাকা টুর্নামেন্টের লিগ পর্ব থেকে বিদায় নিলেও সর্বোচ্চ উইকেটশিকারি হওয়া একরকম নিশ্চিতই বলা যায়। শরীফুলের পর দুইয়ে থাকা সাকিব আল হাসানের উইকেট ১৭। তবে সাকিবের দল রংপুর রাইডার্স বিদায় নিয়েছে দ্বিতীয় কোয়ালিফায়ারে ফরচুন বরিশালের কাছে হেরে। অন্যদিকে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ সন্ধ্যায় ফরচুন বরিশাল-কুমিল্লা ভিক্টোরিয়ানস ম্যাচ দিয়ে শেষ হচ্ছে দশম বিপিএল। ফাইনালিস্ট দলের কেউই শরীফুলের ধারেকাছে নেই। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় পাঁচ ও ছয়ে থাকা মোহাম্মদ সাইফউদ্দিন ও তানভীর ইসলাম পেয়েছেন ১৪ ও ১৩ উইকেট। সাইফউদ্দিন খেলছেন ফরচুন বরিশালের হয়ে। কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে খেলছেন তানভীর। 

২০১৯ বিপিএলে ঢাকা ডায়নামাইটসের হয়ে ২৩ উইকেট নেন সাকিব। যা বিপিএলে এক মৌসুমে এখনো পর্যন্ত সর্বোচ্চ উইকেট। সাকিবের ৫ বছরের পুরোনো রেকর্ড ভেঙে নিজের নামে গড়ার দারুণ সুযোগ এবার ছিল শরীফুলের। তবে এবারের বিপিএলে দুর্দান্ত ঢাকা জিতেছে কেবল প্রথম ম্যাচটাই। টানা ১১ ম্যাচ হেরে সাত দলের মধ্যে সাত নম্বরে থেকেই শেষ করে দলটি। কাছাকাছি গিয়েও সেই রেকর্ড ভাঙা সম্ভব হয়নি শরীফুলের। 

এবারের বিপিএলে সর্বোচ্চ ছয় উইকেটশিকারী 

                                            উইকেট               দল                     
শরীফুল ইসলাম                      ২২                দুর্দান্ত ঢাকা                                
সাকিব আল হাসান                  ১৭                রংপুর রাইডার্স                               
শেখ মেহেদী হাসান                 ১৬               রংপুর রাইডার্স                                
বিলাল খান                             ১৫                চট্টগ্রাম চ্যালেঞ্জার্স                                
মোহাম্মদ সাইফউদ্দিন            ১৪                ফরচুন বরিশাল                               
তানভীর ইসলাম                    ১৩                 কুমিল্লা ভিক্টোরিয়ানস  

  • ২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারি রংপুর রাইডার্স-ফরচুন বরিশাল দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ পর্যন্ত। আজ ফাইনালে খেলবে ফরচুন বরিশাল-কুমিল্লা ভিক্টোরিয়ানস।

গিলক্রিস্টের ২৫ বছরের পুরোনো রেকর্ড ভাঙতে পারবেন তো ক্যারি

বিপিএল দেখা যাবে কোন কোন চ্যানেলে

এবারও শুরুর আগেই বিতর্কিত বিপিএল

শুরুর আগে বিপিএলের কমিটিতে পরিবর্তন আনল বিসিবি

নোয়াখালীকে অপেশাদার বলছেন বিসিবি পরিচালক

বিপিএল দিয়ে বিশ্বকাপে জায়গা করে নিতে চান শান্ত

বিপিএলে থাকতে চান না সুজন, সিলেটে উত্তপ্ত পরিবেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামীকাল নামছে বিধ্বস্ত ইংল্যান্ড, খেলা দেখবেন কোথায়

বিপিএল শুরুর আগের দিন চট্টগ্রামের দায়িত্ব নিচ্ছে বিসিবি

মাঠের ক্রিকেটের বাইরের বিষয় নিয়েও ভাবতে হচ্ছে ইংল্যান্ডকে