হোম > খেলা > ক্রিকেট

ছাঁটাইয়ের পথে পাকিস্তানের পুরো কোচিং স্টাফ

বিশ্বকাপ শুরুর আগে পাকিস্তানের ফর্ম দেখে অনেকেই ভবিষ্যদ্বাণী করেছিলেন এবারের টুর্নামেন্টে শেষ চারে খেলবেন বাবর আজম-শাহিন শাহ আফ্রিদিরা। তবে বিশ্বকাপে দেখা গেছে বিপরীত চিত্র। টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে পাকিস্তান। 

বিশ্বকাপ ব্যর্থতার পর থেকেই গুঞ্জন উঠেছে—পাকিস্তান দলের কোচিং প্যানেলে বড় পরিবর্তন আসছে। এবার যেন সেই গুঞ্জন সত্যি হওয়ার পথে। পাকিস্তানের স্থানীয় চ্যানেল সামা টিভির রিপোর্ট অনুযায়ী তা-ই মনে হচ্ছে। 

এক সূত্রের বরাত দিয়ে সামা টিভি জানিয়েছে, বিদেশি কোচিং স্টাফকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অন্য কোচদের সঙ্গে টিম ডিরেক্টরের দায়িত্ব পাওয়া মিকি আর্থারকেও বরখাস্ত করা হবে বলে রিপোর্টে তুলে ধরেছে চ্যানেলটি।
 

ইতিমধ্যে নাকি পিসিবি সভাপতি জাকা আশরাফ বোর্ডের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনাও শুরু করে দিয়েছেন। কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে জাকা আশরাফ পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সঙ্গেও সাক্ষাৎ করবেন। সাবেক ক্রিকেটারের তালিকায় কারা আছেন, তার সঠিক তথ্য জানা না গেলেও শোনা যাচ্ছে সাবেক অধিনায়ক ইউনিস খান আছেন। 

বছরের শুরুতে পাকিস্তানের প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন গ্র্যান্ট ব্র্যাডবার্ন। একই সময়ে তাঁর সঙ্গে ব্যাটিং কোচের দায়িত্ব পান অ্যান্ড্রু পুটিকও। কিন্তু বছর না ঘুরতেই নতুন চাকরির সন্ধান করতে হচ্ছে তাঁদের। সঙ্গে পিসিবির আলোচনার পর জানা যাবে বাবর আজমের অধিনায়কত্বের মেয়াদ বাড়ছে, নাকি এখানেই থেমে যাচ্ছে। 

সামা টিভির রিপোর্ট সত্য নাকি মিথ্যা সেটা সময় হলেই জানা যাবে। তবে পাকিস্তান দলকে ইতিমধ্যে বিদায় জানিয়েছেন বোলিং কোচ মরনে মরকেল। গতকাল সাবেক দক্ষিণ আফ্রিকার পেসারের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে পিসিবিও।

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত

ওয়াসিম আকরামকে পেছনে ফেলে সবার ওপরে স্টার্ক

অ্যাশেজে সৈকতের আম্পায়ারিংকে বাংলাদেশ ক্রিকেটের জন্য গৌরবের বলছেন ইমরুল