হোম > খেলা > ক্রিকেট

পাকিস্তানের বড় জয়ের ম্যাচে বাবরের যে রেকর্ড

রেকর্ড গড়তে যেন বাবর আজম সিদ্ধহস্ত। আন্তর্জাতিক ক্রিকেট, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট—বাবর রেকর্ড গড়েন সবখানেই। গতকাল লাহোরে নিউজিল্যান্ডের বিপক্ষে বড় জয়ের ম্যাচে রেকর্ড গড়েছেন পাকিস্তান অধিনায়ক।

এক সিরিজ পরই আন্তর্জাতিক ক্রিকেটে বাবর ফেরেন গতকাল। লাহোরে গতকাল সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হয় পাকিস্তান-নিউজিল্যান্ড। এই ম্যাচ ছিল আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাবরের শততম ম্যাচ। তৃতীয় পাকিস্তানি ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ম্যাচের ‘সেঞ্চুরি’ করেছেন তিনি। বাবরের আগে এই রেকর্ড করেছিলেন শোয়েব মালিক ও মোহাম্মদ হাফিজ। মালিক ও হাফিজ পাকিস্তানের জার্সিতে ১২৩ ও ১১৯টি টি-টোয়েন্টি খেলেছেন।

গতকাল প্রথম টি-টোয়েন্টিতে প্রথমে ব্যাটিং করে সব উইকেট হারিয়ে ১৮২ রান করে পাকিস্তান। ফখর জামান ও সাইম আয়ুব দুজনেই করেছেন ৪৭ রান। হ্যাটট্রিক করেছেন নিউজিল্যান্ডের ম্যাট হেনরি। তাঁর হ্যাটট্রিক অবশ্য বিফলে গেছে। নিউজিল্যান্ড অলআউট হয় ৯৪ রানে। ৮৮ রানের জয়ে ম্যাচ-সেরা হয়েছেন পাকিস্তান পেসার হারিস রউফ। লাহোরেই আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলবে এ দুই দল। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি হবে ১৭, ২০ ও ২৪ এপ্রিল। যেখানে তৃতীয় ম্যাচ হবে লাহোরে। আর শেষ দুই ম্যাচ হবে রাওয়ালপিন্ডিতে।

এগোলেন সুপ্তা, পেছালেন জ্যোতি

সবার আগে ফাইনালে বিসিবির দল

নিদাহাস ট্রফিতে শেষ বলে ভারতের ছক্কার স্মৃতি মনে পড়ল লিটনের

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ, এখন বাংলাদেশের সমীকরণ কী

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

বাংলাদেশ-ভারতের রাজনৈতিক বৈরিতা নিয়ে লিটনের ‘নো অ্যানসার’

বিশ্বকাপের আগমুহূর্তে দুশ্চিন্তা বেড়েই চলেছে দক্ষিণ আফ্রিকার

বিপিএল থেকে বিদায় নিয়ে উইকেটের সমালোচনায় লিটন

শেষ বলে ছক্কা মেরে রংপুরকে বিদায় করলেন সিলেটের ওকস

ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের নতুন দুশ্চিন্তা