অস্ট্রেলিয়াকে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টিতে ২-১ এ সিরিজ জিতেছে ভারত। সিরিজের শেষ ম্যাচে বিশ্বচ্যাম্পিয়নদের ৬ উইকেটে হারিয়ে বিশ্ব রেকর্ড গড়েছে স্বাগতিকেরা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক বছরে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড গড়েছে রোহিত শর্মা-বিরাট কোহলিরা।
এখন পর্যন্ত ভারত ২০২২ সালে ২৯ টি-টোয়েন্টি খেলে ২১টি ম্যাচ জিতেছে। সংক্ষিপ্ত সংস্করণে এক বছরে ভারতের চেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড নেই আর কোনো দলের। রেকর্ডটিকে আরও বড় করার সুযোগ পাবেন রোহিত-কোহলিরা। এ বছর বিশ্বকাপের সঙ্গে বেশ কটি দ্বিপক্ষীয় সিরিজেও খেলবে ভারত।
চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের রেকর্ড ভেঙে ইতিহাস গড়েছেন ভারত। এত দিন রেকর্ডটি ছিল পাকিস্তানের দখলে। ২০২১ সালে সংক্ষিপ্ত সংস্করণে ২৯টি ম্যাচ খেলেছিল পাকিস্তান। তার মধ্যে ২০ টি-টোয়েন্টি জিতেছিল বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানরা। অস্ট্রেলিয়াকে হারিয়ে তাঁদের সেই রেকর্ড ভেঙে এবার নতুন নজির গড়ল ভারত।
এক বছরে সর্বোচ্চ টি-টোয়েন্টি জয়ের রেকর্ড নয়, ঘরের মাঠেও সর্বোচ্চ জয়ের রেকর্ড গড়েছে ভারত। এক বছরে ঘরের মাঠে সবচেয়ে বেশি ১০ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছে ভারত। এর আগের বিশ্ব রেকর্ডটি ছিল জিম্বাবুয়ের। তারা এ বছরেই নিজেদের মাঠে ৯টি ম্যাচে জিতে রেকর্ডটি গড়েছিল।