হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশ ম্যাচে চোট পাওয়া পান্ডিয়া খেলছেন না ইংল্যান্ডের বিপক্ষেও 

বাংলাদেশের বিপক্ষে পাওয়া চোটের সমস্যা বেশ ভালোই ভোগাচ্ছে হার্দিক পান্ডিয়াকে। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ মিস করেছেন। এবার তাঁর খেলা হচ্ছে না ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচও। 

২৯ অক্টোবর লক্ষ্ণৌর শ্রী অটল বিহারি বাজপেয়ি স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত-ইংল্যান্ড। যেখানে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারত ম্যাচ খেলেছে গত পরশু। এক সপ্তাহ বিরতি থাকায় ধারণা করা হচ্ছিল পান্ডিয়া ইংল্যান্ড ম্যাচের আগে ফিট হয়ে উঠবেন। শেষ পর্যন্ত তা আর সম্ভব হয়নি। ইএসপিএনক্রিকইনফো জানতে পেরেছে যে হার্দিকের লিগামেন্ট ছিড়ে গেছে। বৃহস্পতিবার তাঁর ফিটনেস টেস্ট হবে। এরপরই ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তাঁর ফেরার তারিখ ঠিক করে দেবে। 

পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে গত ১৯ অক্টোবর মুখোমুখি হয় বাংলাদেশ-ভারত। বাংলাদেশের ইনিংসের নবম ওভারে বোলিং করতে আসেন পান্ডিয়া। ওভারের তৃতীয় বলে স্ট্রেইট ড্রাইভে চার মারেন লিটন দাস। পা দিয়ে ঠেকাতে গিয়ে গোঁড়ালিতে মারাত্মক চোট পান পান্ডিয়া। মাঠে সেবা শুশ্রূষা নেওয়ার পরও কাজ হয়নি।  চোটে পড়ে পান্ডিয়ার মাঠ ছাড়ার পর বল হাতে তুলে নেন বিরাট কোহলি। সানগ্লাস পরে মিডিয়াম পেসে তিন বল করেছেন কোহলি। 

বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত দল ভারত। অস্ট্রেলিয়া, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, নিউজিল্যান্ড-টানা পাঁচ ম্যাচেই জয় পেয়েছে আয়োজক ভারত। ১০ পয়েন্ট ও ‍+ ১.৩৫৩ নেট রানরেট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে স্বাগতিকেরা।

বর্জনের ঘোষণা থেকে সরে খেলায় ফিরতে চান ক্রিকেটাররা

দেশের ক্রিকেটে ঐক্যের ডাক দিলেন ক্রীড়া উপদেষ্টা

বিপিএল কি তাহলে স্থগিত হচ্ছে

সরকার আমাদের টাকা দেয় না, বরং আমরাই সরকারকে ট্যাক্স দিই: মিরাজ

বিপিএলে সময়মতো হচ্ছে না রাজশাহী-সিলেট ম্যাচও

পরিচালক পদ থেকে কেন নাজমুলকে সরিয়ে দিতে পারেনি বিসিবি

নাজমুলকে অর্থ কমিটি থেকে সরিয়ে দিল বিসিবি

বিসিবি পরিচালক নাজমুল পদত্যাগ না করলে খেলবেনই না ক্রিকেটাররা

বিপিএলের ম্যাচ শুরু না হওয়ায় বিসিবির দুঃখপ্রকাশ

বিদেশি লিগে বেশি খেলতে পারবেন না আফগান ক্রিকেটাররা