হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশ ম্যাচে চোট পাওয়া পান্ডিয়া খেলছেন না ইংল্যান্ডের বিপক্ষেও 

বাংলাদেশের বিপক্ষে পাওয়া চোটের সমস্যা বেশ ভালোই ভোগাচ্ছে হার্দিক পান্ডিয়াকে। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ মিস করেছেন। এবার তাঁর খেলা হচ্ছে না ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচও। 

২৯ অক্টোবর লক্ষ্ণৌর শ্রী অটল বিহারি বাজপেয়ি স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত-ইংল্যান্ড। যেখানে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারত ম্যাচ খেলেছে গত পরশু। এক সপ্তাহ বিরতি থাকায় ধারণা করা হচ্ছিল পান্ডিয়া ইংল্যান্ড ম্যাচের আগে ফিট হয়ে উঠবেন। শেষ পর্যন্ত তা আর সম্ভব হয়নি। ইএসপিএনক্রিকইনফো জানতে পেরেছে যে হার্দিকের লিগামেন্ট ছিড়ে গেছে। বৃহস্পতিবার তাঁর ফিটনেস টেস্ট হবে। এরপরই ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তাঁর ফেরার তারিখ ঠিক করে দেবে। 

পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে গত ১৯ অক্টোবর মুখোমুখি হয় বাংলাদেশ-ভারত। বাংলাদেশের ইনিংসের নবম ওভারে বোলিং করতে আসেন পান্ডিয়া। ওভারের তৃতীয় বলে স্ট্রেইট ড্রাইভে চার মারেন লিটন দাস। পা দিয়ে ঠেকাতে গিয়ে গোঁড়ালিতে মারাত্মক চোট পান পান্ডিয়া। মাঠে সেবা শুশ্রূষা নেওয়ার পরও কাজ হয়নি।  চোটে পড়ে পান্ডিয়ার মাঠ ছাড়ার পর বল হাতে তুলে নেন বিরাট কোহলি। সানগ্লাস পরে মিডিয়াম পেসে তিন বল করেছেন কোহলি। 

বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত দল ভারত। অস্ট্রেলিয়া, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, নিউজিল্যান্ড-টানা পাঁচ ম্যাচেই জয় পেয়েছে আয়োজক ভারত। ১০ পয়েন্ট ও ‍+ ১.৩৫৩ নেট রানরেট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে স্বাগতিকেরা।

বৃথা গেল মেহেদী হাসান রানার হ্যাটট্রিক

জাকির জানাজায় অঝোরে কাঁদলেন মুশফিক-শরিফুলরা

ব্যবসায় ক্ষতি, সিরিজ জিতেও খুশি নয় ক্রিকেট অস্ট্রেলিয়া

শোককে শক্তিতে পরিণত করে জিতল ঢাকা

কোচের মৃত্যুতে মন কাঁদছে সাকিব-তাসকিনদের

মারা গেছেন ঢাকা ক্যাপিটালসের কোচ, শোকাচ্ছন্ন বিপিএল

হার্ট অ্যাটাক করে হাসপাতালে ঢাকার কোচ

অস্ট্রেলিয়ায় ১৫ বছরের অপেক্ষা ফুরাল ইংল্যান্ডের

শান্ত হতে পারলেন না রিকেলটন

নোয়াখালী এক্সপ্রেসকে হারিয়ে জয়ে শুরু চট্টগ্রামের