অ্যাশেজকে সামনে রেখে ১৭ সদস্যের দল ঘোষণা করছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ক্রিকেট থেকে সাময়িক বিরতিতে থাকা বেন স্টোকসের দলে না থাকাটা অনুমেয় ছিল। এ ছাড়া কনুইয়ের চোটে দলে নেই জফরা আর্চারও।
আইপিএলে চোটে পড়ায় বিবেচিত হননি পেস বোলিং অলরাউন্ডার স্যাম কারানও। এদিকে চোট কাটিয়ে দলে ফিরেছেন স্টুয়ার্ট ব্রড, মার্ক উড ও ক্রিস ওকস। দলে আছেন অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসনও। ব্যাটিং অর্ডারে জায়গা ধরে রেখেছেন সর্বশেষ ভারত সিরিজের দলে থাকা ররি বার্নস, হাসিব হামিদ, জ্যাক ক্রলি, জো রুট ও দাভিদ মালানরা।
দলের মিডল অর্ডারের দায়িত্ব সামলাবেন অলি পোপ, ড্যান লরেন্স, জনি বেয়ারস্টো ও বাটলার। স্পিনার হিসেবে দলে ডাক পেয়েছেন জ্যাক লিচ ও ডমিনিক বেস। আগামী ৮ ডিসেম্বর ব্রিজবেন টেস্ট দিয়ে অস্ট্রেলিয়ার মাঠে শুরু হবে মর্যাদার অ্যাশেজ।
ইংল্যান্ড দল: জো রুট (অধিনায়ক), ররি বার্নস, হাসিব হামিদ, জ্যাক ক্রলি, দাভিদ মালান, অলি পোপ, ড্যান লরেন্স, জনি বেয়ারস্টো, জস বাটলার, জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, জ্যাক লিচ, ডমিনিক বেস, ক্রিস ওকস, মার্ক উড, ক্রেইগ ওভারটন, অলি রবিনসন।