হোম > খেলা > ক্রিকেট

রিংকুর ছক্কাবৃষ্টিতে অসুস্থ হয়ে পড়েছিলেন দয়াল 

রিংকু সিংয়ের ছক্কাবৃষ্টিতে কলকাতা নাইট রাইডার্সের অলৌকিক জয়ের ১৫ দিনেরও বেশি সময় পেরিয়ে গেছে। তবু যশ দয়াল যেন কিছুতেই ভুলতে পারছেন না সেই ঘটনা। ‘দুস্বপ্নের’ মতো তাড়া করে বেড়াচ্ছে সেই ঘটনা। এই ঘটনার পর বেশ অসুস্থ হয়ে পড়েছিলেন গুজরাট টাইটান্সের এই বাঁহাতি পেসার। যশ দয়াল। 

৯ এপ্রিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল গুজরাট টাইটান্স ও কলকাতা নাইট রাইডার্স। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ২৯ রান। প্রথম বলে এক রান নেন উমেশ যাদব। এরপর রিংকুর টানা পাঁচ বলে পাঁচ ছক্কায় কলকাতা পায় অবিশ্বাস্য এক জয়। এই ম্যাচের পর গুজরাটের জার্সিতে আর ম্যাচ খেলা হয়নি দয়ালের। এই মৌসুমে আর খেলতে পারবেন কি না সে ব্যাপারে নিশ্চিত নন টাইটান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়া। স্টার স্পোর্টসে গতকাল পোস্ট ম্যাচ শোতে পান্ডিয়া বলেন, ‘আমি নিশ্চিত করে কিছু বলতে পারছি না (দয়ালের ফেরা)। সে অসুস্থ হয়ে পড়েছিল। ৭-৮ কিলো ওজন কমে গিয়েছিল তার। সে সময় ভাইরাল ইনফেকশন ছড়িয়ে পড়েছিল এবং সে যে চাপের মুখোমুখি হয়েছে, মাঠে খেলার মতো অবস্থাতে নেই। তার মাঠে ফিরতে একটু সময় লাগবে।’ 

পাঁচ ছক্কা খাওয়ার প্রভাব পড়েছিল দয়ালের পরিবারেও। দয়ালের মাকে তো সান্ত্বনা দেওয়া যাচ্ছিল না। এমনকি তিনি ম্যাচ শেষে খাওয়াদাওয়াও বন্ধ করে দিয়েছিলেন।

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল

হেডের সেঞ্চুরিতে বড় লিডের পথে অস্ট্রেলিয়া

কনওয়ের ডাবল সেঞ্চুরি, মাউন্ট মঙ্গানুইতে ব্যাটারদের দাপট

সবার আগে বিশ্বকাপের দল দিল পাকিস্তান

ওসমান হাদির মৃত্যুতে শোকাহত বিসিবি-বাফুফে

বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল দেখবেন কোথায়

বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ কারা, জানাল বিসিবি

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আম্পায়ারদের কাছে ব্যাখ্যা চাইছেন স্টেইন

আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্ট ইংল্যান্ড, আইসিসির কাছে করবে নালিশ

হঠাৎ কেন চেয়ার ছুড়ে মারতে গিয়েছিলেন ম্যাকগ্রা