হোম > খেলা > ক্রিকেট

নিশানকার ঝোড়ো ব্যাটিংয়ের পরও বিপদে শ্রীলঙ্কা

প্রথম দুই টেস্ট হেরে সিরিজ আগেই হাতছাড়া হয়েছে শ্রীলঙ্কার। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে প্রথম ইনিংস শুরু করেও বিপদে পড়েছে লঙ্কানরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ উইকেটে ১৫০ রান করেছে সফরকারী দল। ব্যাটিংয়ে আছেন অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা (২৩) ও কামিন্দু মেন্ডিস (৩৫)। 

৩ উইকেটে ২২১ রান নিয়ে আজ দ্বিতীয় দিন শুরু করে ইংল্যান্ড। তার সঙ্গে আর ১০৪ রান যোগ করতেই বাকি ৭ উইকেট হারায় স্বাগতিকেরা। নিয়মিত অধিনায়ক বেন স্টোকসের পরিবর্তে ওভাল টেস্টে নেতৃত্ব দেওয়া ওলি পোপ করেন ১৫৬ বলে ১৫৪ রানে। ১০৩ রান নিয়ে দিন শুরু করেছিলেন তিনি। প্রথম দিনে সেঞ্চুরি করে বিরল এক কীর্তি গড়েছিলেন পোপ। টেস্টের ১৪২ বছরের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে নিজের প্রথম ৭ সেঞ্চুরি করেছেন ভিন্ন ভিন্ন সাত দলের বিপক্ষে। 

আজ প্রথম ইনিংস শুরু করে ১ ওভার ব্যাটিংয়ে পর মধ্যাহ্নভোজে যায় শ্রীলঙ্কা। ফেরার পর বেশ মেরেই খেলেছেন ওপেনার পাতুম নিশানকা (৫১ বলে ৬৪ রান)। তবে ইংলিশ পেসারদের তোপের সামনে অন্য প্রান্তে তাঁর সতীর্থরা ছিলেন আসা-যাওয়ায়। ৯৫ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে লঙ্কানরা। এরপর ষষ্ঠ উইকেটে ৪৯ রানের জুটি গড়ে চা বিরতিতে যান ধনাঞ্জয়া-কামিন্দু। ইংল্যান্ডের হয়ে ২ উইকেট নিয়েছেন পেসার ওলি স্টোন। তার আগে ৩ উইকেট নিয়ে ইংল্যান্ডের প্রথম ইনিংস ৩২৫ রানে থামান লঙ্কান পেসার মিলন রত্নানায়েকে।

শামীমের ঝোড়ো ব্যাটিংয়েও জিততে পারল না ঢাকা

একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

দেখে নিন নতুন বছরে ক্রিকেট-ফুটবলে বাংলাদেশের সূচি

রাষ্ট্রীয় শোকের পরিবেশে আতশবাজি-পটকা ফোটানো হচ্ছে কেন, তামিমের প্রশ্ন

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি