অ্যান্টিগায় গত রাতে ভারতের কাছে ৫০ রানে হেরে সেমিফাইনাল খেলার সম্ভাবনা অনেকটাই ফিকে হয়ে যায় বাংলাদেশ। বাংলাদেশের এমন বাজে পরাজয়ের ১২ ঘণ্টা যেতে না যেতেই সেন্ট ভিনসেন্টে যেন জ্বলে উঠেছে ‘আশার আলো।’ সেন্ট ভিনসেন্টের আর্নস ভেল গ্রাউন্ডে আজ অস্ট্রেলিয়াকে ২১ রানে হারিয়ে রূপকথার গল্প লিখেছে।
অস্ট্রেলিয়া, ভারত—সুপার এইটে দুই ম্যাচে বাংলাদেশ বাজেভাবে হারার প্রভাব পড়েছে পয়েন্ট টেবিলে। দুই ম্যাচের দুটিতে হারায় গ্রুপ ১-এর চার নম্বরে রয়েছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর দলের নেট রানরেট এখন-২.৪৮৯। অস্ট্রেলিয়া ও আফগানিস্তান রয়েছে পয়েন্ট টেবিলের দুই ও তিনে। দুই দলেরই পয়েন্ট ২ হলেও অজিরা এগিয়ে নেট রানরেটের কারণে। অস্ট্রেলিয়া ও আফগানদের নেট রানরেট + ০.২২৩ ও-০.৬৫০। দুই ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ভারতের নেট রানরেট + ২.৪২৫। আফগান রূপথার কারণেই বাংলাদেশের সেমিফাইনাল খেলার সম্ভাবনা তৈরি হয়েছে কাগজে-কলমে।
সেন্ট লুসিয়ায় আগামীকাল সময় রাত সাড়ে ৮টায় মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া। সেমিতে ওঠার ন্যুনতম সম্ভাবনা বাঁচিয়ে রাখতে বাংলাদেশের ভক্ত-সমর্থকদের প্রার্থনা করতে হবে যাতে অস্ট্রেলিয়া হেরে যায় ভারতের কাছে। তাতে ভারত ৬ পয়েন্ট নিয়ে উঠে যাবে সেমিফাইনালে। সেজন্য পরশু সেন্ট ভিনসেন্টে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশকে জিততেই হবে। যদি বাংলাদেশ জেতে, তাহলে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, আফগানিস্তান—তিন দলের হবে ২ পয়েন্ট। সেক্ষেত্রে চলে আসবে নেট রানরেটের হিসাব। ধরে নেওয়া যাক ভারত আগামীকাল প্রথমে ব্যাটিং নিয়ে ২০০ রান করেছে। রান তাড়া করতে নেমে ১৪০ রানে গুটিয়ে গেলে অস্ট্রেলিয়ার নেট রানরেট হবে-১.০৩২। ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের পর পরশু ৫০ রানের জয় পেলে বাংলাদেশের নেট রানরেট হবে-০.৫৪৫। তখন সেমির টিকিট কাটবেন শান্ত-সাকিব আল হাসানরা।