হোম > খেলা > ক্রিকেট

ভারতকে উড়িয়ে সেমিতে এক পা পাকিস্তানের

২০২৩ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে আজ ভারত-পাকিস্তান ম্যাচটি ছিল দুই দলের জন্যই সেমির পথে একধাপ এগিয়ে যাওয়ার। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে শেষ হাসি হেসেছে পাকিস্তান। দুবাইয়ের আইসিসি অ্যাকাডেমি মাঠে ভারতকে ৮ উইকেটে উড়িয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে পাকিস্তান। 

২৬০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা পাকিস্তানের উদ্বোধনী জুটি ভেঙে গিয়েছিল ২৮ রানে। পঞ্চম ওভারের পঞ্চম বলে ওপেনার শামিল হুসেইনের উইকেট নেন ভারতীয় স্পিনার মুরুগান অভিষেক। ১৫ বলে ১ চারে ৮ রান করেন শামিল। ৪.৫ ওভারে পাকিস্তানের স্কোর ১ উইকেটে ২৮ রান হওয়ার পর ব্যাটিংয়ে আসেন আজান আওয়াইস। আরেক ওপেনার শাহজিব খানকে নিয়ে আওয়াইস ধীরেসুস্থে ব্যাটিং করতে থাকেন। প্রথম ১০ ওভারে ১ উইকেটে ৪৮ রান করেছে পাকিস্তান। শাহজিব, আওয়াইস দুই ব্যাটারই ফিফটির দেখা পেয়েছেন। দ্বিতীয় উইকেটে ১৪০ বলে ১১০ রানের জুটি গড়েন পাকিস্তানি এই দুই ব্যাটার। শাহজিবকে ফিরিয়ে এই জুটি ভাঙেন অভিষেক। ৮৮ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৬৩ রান করেন শাহজিব। 

প্রথম দুই উইকেট অভিষেক তুলে নিলে পাকিস্তানের স্কোর হয়ে যায় ২৭.৫ ওভারে ২ উইকেটে ১৩৮ রান। শাহজিবের বিদায়ের পর উইকেটে আসেন পাকিস্তান অধিনায়ক সাদ বাইগ। আওয়াইজ-বাইগের তৃতীয় উইকেটে ১১৫ বলে ১২৫ রানের অবিচ্ছেদ্য জুটিতেই পাকিস্তান ৩ ওভার বাকি রেখে ৮ উইকেটের বিশাল জয় নিশ্চিত করে। ১৩০ বলে ১০ চারে ১০৫ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন আওয়াইস। পাকিস্তান অধিনায়ক বাইগ ৫১ বলে ৮ চার ও ১ ছক্কায় ৬৮ রান করে অপরাজিত থাকেন। ‘এ’ গ্রুপের অপর দল আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পরশু দুবাইয়ের আইসিসি অ্যাকাডেমি মাঠে খেলবে পাকিস্তান। 

এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাইগ। প্রথমে ব্যাটিং পাওয়া ভারত নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে করেছে ২৫৯ রান। ইনিংস সর্বোচ্চ ৬৫ রান করেন ভারতীয় ওপেনার আদর্শ সিং। দ্বিতীয় সর্বোচ্চ ৬০ রান করেন দলটির অধিনায়ক উদয় সাহারান। পাকিস্তানের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন মোহাম্মদ জিসান।

সুপার ওভার রোমাঞ্চে জিতল রাজশাহী

শামীমের ঝোড়ো ব্যাটিংয়েও জিততে পারল না ঢাকা

একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

দেখে নিন নতুন বছরে ক্রিকেট-ফুটবলে বাংলাদেশের সূচি

রাষ্ট্রীয় শোকের পরিবেশে আতশবাজি-পটকা ফোটানো হচ্ছে কেন, তামিমের প্রশ্ন

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন