হোম > খেলা > ক্রিকেট

বিপিএলে পারিশ্রমিক ঝামেলা নিয়ে কী বললেন সানি

আজকের পত্রিকা ডেস্ক­

সংবাদ সম্মেলনে কথা বলেছেন চিটাগং কিংসের বাঁহাতি স্পিনার আরাফাত সানি। ছবি: বিসিবি

বিশৃঙ্খলা প্রিমিয়ার লিগ, বিতর্কিত প্রিমিয়ার লিগ, বিনোদন প্রিমিয়ার লিগ—বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) সামাজিক মাধ্যমে এই কথাগুলো বলেই বিদ্রুপ করা হয়। কারণ, যতটা না ইতিবাচক, তার চেয়ে বেশি নেতিবাচক ঘটনায় বিপিএল নিয়ে আলোচনা চলে। এবারের বিপিএলেও বিতর্ক পিছু ছাড়েনি।

চট্টগ্রাম পর্ব শুরুর আগেই দুর্বার রাজশাহীর পারিশ্রমিক জটিলতার খবর চাউর হয়ে যায়। তাসকিন আহমেদ, এনামুল হক বিজয়, ইয়াসির আলী চৌধুরীর মতো স্থানীয় ক্রিকেটারদের পাওনা পরিশোধ না করায় নাকি রাজশাহী তাদের অনুশীলনও বাতিল করেছিল। পরবর্তীতে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে জানানো হয় ভিন্ন কথা। বিপিএলে গতকাল দুর্বার রাজশাহীর ম্যাচ না থাকলেও আলোচিত ঘটনা নিয়ে কথা না হয়ে কি পারে! চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গত রাতে খুলনা টাইগার্স-চিটাগং কিংসের ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আরাফাত সানি বলেন, ‘অবশ্যই গুরুত্বপূর্ণ। দিনশেষে টাকাটাই সব। আমরা যারা খেলি, তাদের কাছে টাকাটা গুরুত্বপূর্ণ। আমাদের পেশা ক্রিকেট। যখন পারিশ্রমিক পাই, অবশ্যই ভালো লাগে। অনেক বড় টুর্নামেন্ট বিপিএল। অনেক দিন ধরে হয়ে আসছে।’

পারিশ্রমিক ঝামেলার ব্যাপারে সানি তাঁর দল চিটাগং কিংসের ব্যাপারেও কথা বলেছেন। বাংলাদেশের এই বাঁহাতি স্পিনার বলেন, ‘আমাদের দল থেকে এখনো এমন কোনো অভিযোগ আসেনি। আলহামদুলিল্লাহ, আমাদের কেউ বলেনি যে পারিশ্রমিক পায়নি। সবাই একটা প্রক্রিয়া মেনে চলে। ৫০ শতাংশ বা ২৫ শতাংশ বা টুর্নামেন্টের মাঝপথে দেওয়াটা আমাদেরও প্রক্রিয়া রয়েছে। দুই-একদিনের মধ্যে দেবে নিশ্চিত করেছে।’

এবারের বিপিএলে স্থানীয় ক্রিকেটাররা দুর্দান্ত খেলছেন। পরিসংখ্যানে চোখ রাখলেই দেখা যাবে, সর্বোচ্চ রানসংগ্রাহক, সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় প্রথম দিকে বাংলাদেশের ক্রিকেটারদের নাম। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গতকাল খুলনার বিপক্ষে চিটাগংয়ের ৪৫ রানের জয়ে সেঞ্চুরি করে গ্রাহাম কার্ক ম্যান অব ম্যাচ হয়েছেন ঠিকই। তবে সানির অবদানও কম নয়। ৪ ওভারে ২৫ রানে নিয়েছেন ৩ উইকেট। দুর্দান্ত একটি ক্যাচও ধরেছেন।

সেঞ্চুরি করা ক্লার্কসহ চার বিদেশি ক্রিকেটার গতকাল খেলিয়েছে চিটাগং। চার বিদেশি নিয়ে একাদশ সাজানোর সঙ্গে সানি একমত পোষণ করেন।প্রসঙ্গক্রমে বাংলাদেশের বাঁহাতি স্পিনার ন্যাশনাল লিগ ক্রিকেটের (এনসিএল) টি-টোয়েন্টি সংস্করণের কথাও উল্লেখ করেন। সানি বলেন,‘আমার মনে হয় না (বিদেশি ক্রিকেটার কমানো)। আমাদের উন্নতি করা গুরুত্বপূর্ণ। আমরা যদি নিয়মিত ভালো খেলি, যদি এনসিএলে খেলি, আমাদের সেটাই পাওয়া। বিদেশি ক্রিকেটার আসবে, খেলবে, চলে যাবে। দিন শেষে খেলতে হবে স্থানীয় ক্রিকেটারদের।’

আইসিসি বলছে, ভারতে বাংলাদেশ দলের কোনো হুমকি নেই

চট্টগ্রাম-সিলেটকে নিয়ে প্লে-অফে রাজশাহী

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের খবর জানে না ভারতীয় বোর্ড

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

রিশাদের চোখে স্মিথ কিংবদন্তি

হ্যাটট্রিক হারের তেতো স্বাদ পেল রংপুর

বিশ্বকাপের আগে ফের ভারতের দুঃসংবাদ

বিপিএলের মাঝপথে গুরবাজ কেন চলে যেতে চেয়েছিলেন

মোস্তাফিজ ইস্যুতে প্রশ্ন করায় বিরক্ত হলেন মোহাম্মদ নবি