হোম > খেলা > ক্রিকেট

চট্টগ্রাম টেস্টে ব্যাটিং ধসে ধুঁকছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে

চট্টগ্রাম টেস্টে ব্যাটিং ধসে ধুঁকছে বাংলাদেশ। একপর্যায়ে ১০২ রানে ৮ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকেরা। দেড় সেশনেরও কম সময়ে অলআউট হওয়ার শঙ্কা থেকে বাঁচিয়েছেন মেহেদী হাসান মিরাজ ও ইবাদত হোসেন। ৩১ রানের জুটি নিয়ে আগামীকাল তৃতীয় দিনের খেলা শুরু করবেন দুজন। মিরাজ অপরাজিত আছেন ১৬ রানে। তাঁর সঙ্গী ইবাদতের রান ১৩ রান। ওই ৮ উইকেট নিয়ে ১৩৩ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ।

দ্বিতীয় সেশন শেষেই ২ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। দিনের শেষ সেশনে ব্যাটাররা আসা যাওয়ার মিছিলে যোগ দেন। ভাঙনের শুরুটা লিটন দাসকে দিয়ে। মোহাম্মদ সিরাজের মন্থর হয়ে আসা বলে বোল্ড হয়ে ফেরেন লিটন। ৩০ বলে ৫ চারে ২৪ রান করেন তিনি। লিটনের আউটের পর বেশিক্ষণ টিকতে পারেননি অভিষিক্ত জাকির হাসান। বোলার সিরাজ। তাঁর ৪৫ বলে ২০ রানের ইনিংস থামে উইকেটের পেছনে ঋশভ পন্তের হাতে ক্যাচ দিয়ে।

বোলিংয়ে কিছু করতে না পারা সাকিব আল হাসানও দলের ভরসা হতে পারেননি। কুলদীপের বলে বিরাট কোহলির ক্যাচ পরিণত হন বাংলাদেশ অধিনায়ক। দলের বিপর্যয়ের সময় এগিয়ে এসে যেভাবে ক্যাচ দিয়েছেন হতাশাই হবেন সাকিব। আউট হওয়ার আগে ২৫ বল খেলে ৩ রান করেন। একপ্রান্তে আশার সারথি হয়ে থাকা মুশফিকুর রহিমও ইনিংস বড় করতে পারেননি। ৫৮ বলে তাঁর ইনিংসের সমাপ্তি ঘটে কুলদীপের বলে এলবিডব্লিউ হয়ে। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি এই অভিজ্ঞ ব্যাটার।

মুশফিকের আগে কুলদীপের শিকার হন নুরুল হাসান সোহান। ২২ বলে ১৬ রান করেন সোহান। এই লেগ স্পিনারের চতুর্থ উইকেটে তাইজুল ইসলাম। দিনের বাকি অংশে অলআউট নির্বিঘ্নে কাটিয়ে অলআউট হওয়ার হতাশা থেকে বাঁচিয়েছেন মিরাজ ও ইবাদত।

নোয়াখালী এক্সপেসকে হারিয়ে জয়ে শুরু চট্টগ্রামের

কোহলির বিশ্ব রেকর্ডের দিনে রোহিতের তেতো অভিজ্ঞতা

ব্যর্থ কোটিপতি নাঈম শেখ

হীরার ট্রফি আসছে বিপিএলে, দাম প্রায় ৩০ লাখ টাকা

ম্যাচ হেরে শিশিরকে দুষছেন মিরাজ

শান্তর সেঞ্চুরিতে জয়ে শুরু রাজশাহীর

আজও উইকেট পেয়েছেন রিশাদ, উঠেছেন চূড়ায়

তাসকিনদের পেছনে ফেলে ভুটানের বোলারের ইতিহাস

শেষের তাণ্ডবে শান্তদের ১৯১ রানের লক্ষ্য দিল সিলেট, ইমনের ঝোড়ো ফিফটি

ভারতের শিশু পুরস্কার পেলেন সূর্যবংশী