হোম > খেলা > ক্রিকেট

অপ্রাপ্তবয়স্ক মেয়েকে ধর্ষণে সহায়তা করেছেন পাকিস্তানি ক্রিকেটার ইয়াসির শাহ! 

পাকিস্তানি লেগ স্পিনার ইয়াসির শাহর বিরুদ্ধে এক অপ্রাপ্তবয়স্ক মেয়েকে ধর্ষণে সহায়তার অভিযোগ উঠেছে। তাঁর বিরুদ্ধে ইসলামাবাদের শালিমার পুলিশ স্টেশনে এফআইআরও (অভিযোগপত্র) করা হয়েছে। গত ১৯ ডিসেম্বর নির্যাতিত মেয়েটির এক আত্মীয় থানায় এই অভিযোগ দায়ের করেছেন। 
 
জানা গেছে, ঘটনাটি ঘটেছে চলতি বছরের ১৪ আগস্ট। এখন পর্যন্ত এই অভিযোগে কাউকে গ্রেপ্তার করা হয়নি। 

অভিযোগপত্রে বলা হয়েছে, সেই মেয়েকে ইয়াসিরের বন্ধু ফারহান বাট নামে একজন ধর্ষণ করেছেন। তবে মেয়েটির পরিবার যখন থানায় মামলা দায়েরের উদ্যোগ নেয়, তখন ইয়াসির তাদের নানা ধরনের হুমকি ও ভয়ভীতি দেখান। এমনকি অভিযোগ না করার জন্য নানা ধরনের প্রলোভন দেখানো হয়েছে তাদের। 

এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি ইয়াসির। তবে পিসিবির পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘আমাদের কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়ের বিরুদ্ধে কিছু অভিযোগ আমরা পেয়েছি। পিসিবি এখন তথ্যগুলো জড়ো করছে। সব দিক বিবেচনা করে চূড়ান্ত মন্তব্য করা হবে।’ 

পাকিস্তানের হয়ে ৪৬ টেস্ট খেলে ২৩৫ উইকেট নিয়েছেন ইয়াসির। চোটে পড়ে বেশ কিছুদিন ধরে মাঠের বাইরে আছেন তিনি।

আইসিসি বলছে, ভারতে বাংলাদেশ দলের কোনো হুমকি নেই

চট্টগ্রাম-সিলেটকে নিয়ে প্লে-অফে রাজশাহী

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের খবর জানে না ভারতীয় বোর্ড

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

রিশাদের চোখে স্মিথ কিংবদন্তি

হ্যাটট্রিক হারের তেতো স্বাদ পেল রংপুর

বিশ্বকাপের আগে ফের ভারতের দুঃসংবাদ

বিপিএলের মাঝপথে গুরবাজ কেন চলে যেতে চেয়েছিলেন

মোস্তাফিজ ইস্যুতে প্রশ্ন করায় বিরক্ত হলেন মোহাম্মদ নবি