হোম > খেলা > ক্রিকেট

আর বন্দী থাকতে চান না রুটরা

করোনা মহামারিতে জৈব সুরক্ষাবলয় বিষয়টি ক্রিকেটের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে গেছে। তবে এটি ক্রিকেটারদের কাছে নতুন এক আতঙ্কও হয়ে দাঁড়িয়েছে। অনিচ্ছা সত্ত্বেও মহামারির এই সময়ে মনের ওপর জোর খাঁটিয়ে ক্রিকেটারদের এ নিয়ম মানতেই হচ্ছে। এই সুরক্ষাবলয় নিয়ে এবার মুখ খুলেছে ইংলিশ ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তারা জানিয়েছে, সামনের দিনগুলোতে ইংল্যান্ডের ক্রিকেটাররা আর জৈব সুরক্ষা বলয় মানতে চান না।

জৈব সুরক্ষাবলয় ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যের ওপর ‘ক্ষতিকর প্রভাব’ ফেলছে বলে মনে করেন ইসিবির প্রধান নির্বাহী টম হারিসনও। তিনি বলেছেন, জৈব সুরক্ষা বলয়ে থাকতে থাকতে ক্রিকেটাররা এখন বিরক্ত। ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যের ওপর এমন ক্ষতিকারক প্রভাব ফেলেছে যে, আমরা এই পরিবেশ আর সামনে নিতে পারছি না।’

বছরের শুরুর দিকে ইংল্যান্ডে করোনা ভাইরাস প্রকোপ বেড়েছিল। ভাইরাস থেকে নিজেদের সুরক্ষিত রাখতে ইংল্যান্ডের নারী ও পুরুষ ক্রিকেট দল মাঠের কাছাকাছি হোটেলগুলোতে অবস্থান করে আসছে। হারিসন বলেছেন, ‘খেলোয়াড়েরা এমন জায়গায় থাকতে চান না, যেখানে জীবন মানে ব্যাট বলের ক্রিকেট খেলা।

মহামারিতে এ মাসের শুরুতেই বড় খেসারত দিতে হয়েছে ইংল্যান্ড দলকে। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে মূল দলের তিন ক্রিকেটার করোনা আক্রান্ত হয়েছিলেন। পরে একেবারেই নতুন এক দল নিয়ে খেলতে হয়েছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। নতুন দল নিয়েই অবশ্য ঘরের মাঠে পাকিস্তানকে ধবলধোলাই করেছে বেন স্টোকসের দল।

নিলামের আগেই পিএসএল জানাল, খেলবেন মোস্তাফিজ

বিমানবন্দরে জিম্বাবুয়ের তালে তালে নেচেছে বাংলাদেশ

কলকাতা কি মোস্তাফিজকে ক্ষতিপূরণ দেবে

‘ভারতে বাংলাদেশের খেলতে না চাওয়া ক্রিকেটের জন্য লজ্জার’

ব্র্যাডম্যানকে ছাড়িয়ে গেলেন হেড

কোনো আলাপ-আলোচনা ছাড়াই মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়েছে ভারতীয় বোর্ড

দ্রাবিড়কে ছাড়িয়ে সাঙ্গাকারা-শচীনদের তাড়া করছেন স্মিথ

স্টোকসের সঙ্গে অস্ট্রেলিয়ার ক্রিকেটারের ‘ঝগড়া থামাতে’ গেলেন পাকিস্তানি আম্পায়ার

বিপিএলে আতশি কাচে সুজনও

‘বাংলাদেশে মাহমুদউল্লাহর মতো সেরা ফিনিশার আর কেউ নেই’