হোম > খেলা > ক্রিকেট

পাকিস্তানের ব্যাটাররা নন, দ্বিতীয় দিন খেলল বৃষ্টি

দীর্ঘ ৮ বছর পর শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ জয়ের দুর্দান্ত সুযোগ পাচ্ছে পাকিস্তান। প্রথম টেস্টের ৪ উইকেটের জয়ে ইতিমধ্যে সিরিজে এগিয়ে রয়েছে তারা। দ্বিতীয় ও শেষ টেস্টে শুধু ড্র করলেই চলবে তাদের। 

তবে সিরিজের শেষ টেস্ট ড্র নয় জয়ের আশাই করতে পারে পাকিস্তান। কলম্বোর সিংহলজি স্পোর্টস ক্লাব মাঠেও (এসএসসি) শুরুটা দুর্দান্ত করেছে তারা। কিন্তু বেরসিক বৃষ্টি এই টেস্টে একটু ঝামেলা বাঁধিয়েছে। দ্বিতীয় দিনে বলা চলে খেলাই হতে দেয়নি বৃষ্টি। এতে করে টেস্টে আরও বড় ব্যবধানে এগিয়ে যাওয়ার সুযোগটা হাতছাড়া হয়েছে পাকিস্তানের। 

 ২ উইকেটে ১৪৫ রানে দ্বিতীয় দিনের ব্যাটিংয়ে নেমে আজ মাত্র ৩৩ রান যোগ করতে পারে পাকিস্তান। এতে অবশ্য সফরকারীদের কোনো ভুল ছিল না। প্রকৃতিই তাদের বাধা দিয়েছে। আজ যে মাত্র ১০ ওভার খেলা হয়েছে। দিনের বাকি সময়টা বেরসিক বৃষ্টিই খেলেছে। বৃষ্টিতে আর খেলা না হওয়ায় দিন শেষে পাকিস্তানের রান ২ উইকেটে ১৭৮। এতে করে ১২ রানের লিড পেয়েছে পাকিস্তান। ৮৭ রানে আবদুল্লাহ শফিক ব্যাটিংয়ে আছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের সঙ্গে। ২৮ রানে অপরাজিত আছেন বাবর। 

গতকাল প্রথম দিনেই শ্রীলঙ্কাকে মাত্র ১৬৬ রানে অলআউট করে পাকিস্তান। লঙ্কানদের এত অল্প রানে আটকে রাখার পথে ৬৯ রানে ৪ উইকেট নিয়ে পাকিস্তানের সেরা বোলার আবরার আহমেদ। বোলিংয়ের পর নিজেদের ইনিংসে ব্যাটিংয়েও দুর্দান্ত ছিল পাকিস্তান। দিনের খেলা শেষে ২ উইকেটে ১৪৫ রান করেছিল তারা। 

সর্বশেষ ২০১৫ সালে শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ জিতেছিল পাকিস্তান। তিন টেস্টের সিরিজে সেবার ২–১ ব্যবধানে জিতেছিল সফরকারীরা। মাঝে ২০২২ সালে দুই টেস্টের সিরিজ খেললেও ১–১ ব্যবধানে সমতায় শেষ হয়।

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে লঙ্কান ডেরায় মালিঙ্গা

বিপিএলের সূচিতে ফের পরিবর্তন আনল বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রয়াণে কাঁদলেন বিসিবি সভাপতি

গম্ভীরকে কি তাহলে বরখাস্ত করতে যাচ্ছে ভারত

বিপিএলে স্থগিত হওয়া ২ ম্যাচের সূচি জানাল বিসিবি

চোট নিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে আর্চার

জাতীয় দলে আর খেলার ‘শখ’ নেই সাকিবের

খালেদা জিয়ার মৃত্যুতে সাকিব-তামিমদের শোকবার্তা

খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনের শোক