হোম > খেলা > ক্রিকেট

সাকিববিহীন কলকাতার কাছে কোহলিদের হার

আইপিএলের দ্বিতীয় পর্বে নিজেদের প্রথম ম্যাচে ৯ উইকেটের বড় জয় পেয়েছে সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স। সাকিব দলে না থাকলেও দাপুটে জয় পেতে সমস্যা হয়নি কলকাতার। বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৯২ রানে গুটিয়ে দিয়ে ৯ উইকেটের বড় জয় তুলে নিয়েছে এউইন মরগানের দল। 

আবু ধাবিতে টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই তোপের মুখে পড়ে বেঙ্গালুরু। একের পর এক উইকেট হারিয়ে ৯২ রানে গুটিয়ে যায় তারা। জবাবে ৬০ বল হাতে রেখে মাত্র ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় কলকাতা। 

লক্ষ্য তাড়ায় এদিন ওপেনিং জুটিতেই ৮২ রান করে কলকাতাকে জয়ের পথে নিয়ে যান শুভমান গিল ও ভেঙ্কাটেশ আইয়ার। ৪৮ রানে শুভমান ফিরে গেলেও ৪১ রানে অপরাজিত ছিলেন আইয়ার। 

এর আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপাকে পড়ে বেঙ্গালুরু। দলীয় ১০ রানে প্রসিদ্ধ কৃষ্ণার বলে লেগবিফোরের ফাঁদে পড়ে ফিরে যান অধিনায়ক বিরাট কোহলি (৫)। ৪১ রানে ফিরে যান দেবদূত পাডিক্কালও। ইনিংস সর্বোচ্চ ২২ রান আসে পাডিক্কালের ব্যাট থেকে। বরুণ চক্রবর্তী-আন্দ্রে রাসেলের দুর্দান্ত বোলিংয়ে থিতু হতে পারেননি বেঙ্গালুরুর ব্যাটসম্যানরা। কোনো রান না করেই রাসেলের বলে বোল্ড হয়ে ফিরেছেন এবি ডি ভিলিয়ার্স। ১০ রানের বেশি করতে পারেননি গ্লেন ম্যাক্সওয়েলও। শেষ পর্যন্ত ১৯ ওভারে ৯২ রানে থেমে যায় বেঙ্গালুরু। ৩টি করে উইকেট নিয়েছেন বরুণ ও রাসেল। ম্যাচসেরা হয়েছে বরুণ।

ভারতের শিশু পুরস্কার পাচ্ছে সূর্যবংশী

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে হাদির স্মরণে ১ মিনিট নীরবতা পালন

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপ ফাইনালের যে রেকর্ড ভাঙল অ্যাশেজে

মেলবোর্নে প্রথম দিনে দুবার ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া, বিপদে ইংল্যান্ড

গিলক্রিস্টের ২৫ বছরের পুরোনো রেকর্ড ভাঙতে পারবেন তো ক্যারি

বিপিএল দেখা যাবে কোন কোন চ্যানেলে

এবারও শুরুর আগেই বিতর্কিত বিপিএল

শুরুর আগে বিপিএলের কমিটিতে পরিবর্তন আনল বিসিবি

নোয়াখালীকে অপেশাদার বলছেন বিসিবি পরিচালক

বিপিএল দিয়ে বিশ্বকাপে জায়গা করে নিতে চান শান্ত