হোম > খেলা > ক্রিকেট

উইকেট কেমন হবে তা নিয়ে ভাবেননি তাসকিন 

টি-টোয়েন্টি সিরিজে আয়ারল্যান্ডের ব্যাটারদের বেশ পরীক্ষা নিয়েছেন তাসকিন আহমেদ। দুর্দান্ত বোলিং করে হয়েছেন সিরিজ-সেরা। উইকেটের আচরণ কেমন হবে, তা নিয়ে না ভেবে নিজের ওপর বিশ্বাস রাখার কথা জানিয়েছেন বাংলাদেশের এই পেসার। 

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ ৮ উইকেট নিয়েছেন তাসকিন। তাঁর ইকোনমি ৭.১ এবং বোলিং গড়: ৮.৮৮। বাংলাদেশের সিরিজ জয়ে বোলিংয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। ৮ উইকেটের ৭ উইকেট নিয়েছেন প্রথম দুই টি-টোয়েন্টিতে, যেখানে প্রথম ম্যাচে ৪ উইকেট এবং দ্বিতীয় ম্যাচে ৩ উইকেট নেন। দুটো ম্যাচেই বাংলাদেশ ২০০-এর ওপরে রান করে হেসেখেলে জিতেছে। বাংলাদেশ হারলেও আজ তাসকিন পেয়েছেন ১ উইকেট। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশের এই পেসার বলেন, ‘আমি নিজের ওপর বিশ্বাস রেখেছি। উইকেট ফ্ল্যাট হোক বা না হোক, আমি আমার প্রক্রিয়াতেই ছিলাম। দলকে জেতানোর সাহায্য করছিলাম। গত কয়েক বছর দল হিসেবে আমরা খুব কঠোর পরিশ্রম করছি। আমরা ভালো পেস বোলিং গ্রুপ হতে চাই।’ 

টি-টোয়েন্টি সিরিজের মতো ওয়ানডেতেও দুর্দান্ত বোলিং করেন তাসকিন। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৫ উইকেট নিয়েছেন তাসকিন। ইকোনমি ও বোলিং গড় ছিল ২.৫৬ এবং ৮.২।

‘ভারতের কোনো ভেন্যুতেই খেলবে না বাংলাদেশ’

বাংলাদেশ ইস্যুতে কঠিন চাপে আইসিসি চেয়ারম্যান জয় শাহ

বিপিএলের মাঝপথে বড় ধাক্কা খেল চট্টগ্রাম

এমনি এমনি তো কারও ফোন নেয় না: ফিক্সিং ইস্যুতে বিসিবি পরিচালক

প্যাড পরা অবস্থায় ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করা বাজে হয়েছে: বিসিবির সাবেক নির্বাচক

বাংলাদেশে সাকিব-তামিমদের মতো বিশ্বমানের খেলোয়াড়ের অভাব দেখছেন মঈন

‘শাহরুখের পরিবর্তে চেন্নাই মোস্তাফিজকে নিলে কি ধোনিকে গাদ্দার বলা হতো’

ভারত ইস্যুতে দেশের ক্রিকেটে ‘গৃহবিবাদ’

বয়সী অস্ট্রেলিয়ার ছিল বেশি অভিজ্ঞতাও

চেহারায় খেলা হয় না, খেলা হয় মাঠে: ম্যাচ হেরে রংপুরের কোচ