১৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৩৬ রানে বাংলাদেশ হারিয়ে ফেলেছিল ৯ উইকেট। তখনো ৬৩ বলে ৫১ রান দরকার ছিল বাংলাদেশের। মিরপুরে ভারতের বিপক্ষে বাংলাদেশ যে এই ম্যাচটা যে জিতে যাবে, কেউ কল্পনা করেছিলেন? প্রায় অসম্ভব কাজটাই সফল হলো মেহেদী হাসান মিরাজের বীরত্বে। আর শেষ উইকেটে তিনি সঙ্গী হিসেবে পেয়েছিলেন মোস্তাফিজুর রহমানকে।
দীপক চাহারের বলটা কাভার ড্রাইভ করে দৌড় দিলেন মিরাজ। বাংলাদেশ ক্রিকেটে এক এতিহাসিক দৌড় হয়ে থাকবে এটি। খাদের কিনারা থেকে যেভাবে ১ উইকেটে দলকে জেতালেন, অবিশ্বাস্য বললেও কম বলা হবে!
ভারতের ১৮৭ রান তাড়ায় একপর্যায়ে ১৩৬ রানে ৯ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। মোস্তাফিজুর রহমানকে নিয়ে শেষ উইকেটে ৫১ জয়ের সমীকরণটা মিলিয়ে নেন মিরাজ। ৩৯ বলে ৩৮ রানের অপরাজিত ইনিংস খেলেন মিরাজ। ৪ চারের সঙ্গে টার ইনিংসে ২টি ছক্কা। দারুণ সঙ্গ দিয়েছেন মোস্তাফিজ। তিনি অপরাজিত ছিলেন ১১ বলে ১০ রানে।
এর আগে ভারতের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের প্রথম বলেই নাজমুল হোসেন শান্তকে হারায় বাংলাদেশ। তবে লিটন দাস-সাকিব আল হাসান জুটি বাংলাদেশকে আশা দেখায়। ৪১ রানে লিটন আউট হয়ে গেলে বেশিক্ষণ টেকেননি সাকিবও। ২৯ রানে ওয়াশিংটন সুন্দরের বলে আউট হন তিনি। এরপর বাংলাদেশের ইনিংস এগিয়েছে বেশ ধীরলয়ে। দলীয় ১২৮ রানে মাহমুদউল্লাহ ও মুশফিক দুজনেই আউট হয়ে গেলে চাপে পড়ে বাংলাদেশ।
সেখান থেকে দলকে মিরাজ যে জয় এনে দিলেন সেটা অনেক দিন মনে রাখবে বাংলাদেশ।