হোম > খেলা > ক্রিকেট

একদিন আগেই ১২ সদস্যের দল দিল পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচে কাল মাঠে নামবে ভারত-পাকিস্তান। ম্যাচের একদিন আগে পাকিস্তান ১২ সদস্যের দল ঘোষণা করেছে। দলে শোয়েব মালিক, মোহম্মদ হাফিজ ও হায়দার আলিরা থাকলেও বাদ পড়েছেন সরফরাজ আহমেদ। 

আজ সংবাদ সম্মেলনে ১২ জনের দল ঘোষণার কথা জানিয়েছেন বাবর আজম। এই ১২ জন থেকে কাল ম্যাচের আগে সেরা একাদশ বাছাই করা হবে। হাফিজ, মালিক ও হায়দারের মধ্যে যেকোনো দুজন থাকতে পারেন সেরা একাদশে। তবে বাবরের কথায় ইঙ্গিত মিলিছে শেষ মুহূর্তে স্কোয়াডে আসা অভিজ্ঞ মালিক থাকছেন ভারতের বিপক্ষে ম্যাচে। একাদশে জায়গা পেতে লড়াই হবে হাফিজ ও হায়দারের মধ্যে। জাতীয় টি-টোয়েন্টি কাপে দুর্দান্ত ফর্মে ছিলেন এই হায়দার। 

ভারতের বিপক্ষে ১২ সদস্যের এই দল থেকে বাদ পড়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক সরফরাজ। তাঁর প্রসঙ্গে বাবর বলেন, ‘যেটা সেরা একাদশ মনে হয়েছে, সেটা নিয়ে আমরা ভেবেছি। সরফরাজ স্পিনারদের বিপক্ষে খুব ভালো খেলেন। যখন মনে হবে তাঁকে খেলানো উচিত, তখন নিশ্চিতভাবে খেলানো হবে। এখন শোয়েব মালিকও আছেন। স্পিনের কথা বললে তিনিও খুব ভালো স্পিন খেলেন। দলের সমন্বয়ে যেটা ভালো মনে হয়েছে সেটিই করা হয়েছে।’ 

বৃষ্টিতে বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ