হোম > খেলা > ক্রিকেট

ইংল্যান্ডকে লড়াইয়ে রেখেছেন রুট-মালান

ব্রিজবেন টেস্টের তৃতীয় দিনে এসে নিজেদের মেলে ধরেছে ইংল্যান্ড। ২ উইকেট হারিয়ে ২২০ রান তুলে দিন শেষ করেছে জো রুটের দল। দুই ইনিংস মিলিয়ে অবশ্য অস্ট্রেলিয়ার চেয়ে এখনো ৫৮ রান পিছিয়ে আছে সফরকারীরা। হাতে আছে ৮ উইকেট।

২৭৮ রানের লিডের বোঝা নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। ৬১ রানের মধ্যে দুই ওপেনারকে হারিয়ে আবারও বিপাকে পড়ে তারা। এরপর অধিনায়ক রুট নিজেই দায়িত্ব কাঁধে তুলে নেন। তাঁকে দারুণ সঙ্গ দেন ডেভিড মালান। তৃতীয় উইকেট জুটিতে ১৫৯ রানের অবিচ্ছেদ্য জুটি গড়ে দিন শেষ করেন এই দুজন। রুট ৮৬ ও মালান ৮০ রানে অপরাজিত আছেন।

এর আগে সকালে ৩ উইকেট আর ১৯৬ রানের লিড নিয়ে দিন শুরু করে অস্ট্রেলিয়া। আগের দিনের ১১২ রানে অপরাজিত থাকা ট্রাভিস হেড এদিন থামেন ১৫২ রান করে। শেষ ব্যাটার হিসেবে হেড আউট হলে প্রথম ইনিংসে ৪২৫ রানে থামে প্যাট কামিন্সের দল।

প্রথম ইনিংসে ইংল্যান্ড ১৪৭ রানে গুটিয়ে যাওয়ার পর অস্ট্রেলিয়াও ১৯৫ রান তুলতেই হারিয়েছিল ৫ উইকেট। তখন মনে হচ্ছিল অস্ট্রেলিয়ার লিড বেশি দূর এগোবে না। কিন্তু ট্রাভিস হেড লেজের দিকের ব্যাটার দিয়ে এগিয়ে নিতে থাকেন দলকে। শেষ পর্যন্ত অলআউট হওয়ার আগে ২৭৮ রানের লিড এনে দেন।    

প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র

সিলেটকে হারিয়ে ফের টেবিলের শীর্ষে চট্টগ্রাম

পিএসএল নিলামে নাম দিলেন যে ১০ বাংলাদেশি ক্রিকেটার

ক্যারিয়ারসেরা ইনিংসের পর নাসিরের কণ্ঠে ‘আক্ষেপ’

আইসিসিকে আবারও বোঝাবে বিসিবি

মর্যাদার প্রশ্নে আপস করে ভারতে খেলবে না বাংলাদেশ: ক্রীড়া উপদেষ্টা

অনিশ্চয়তার পরও বিক্রি হচ্ছে কলকাতায় বাংলাদেশের ম্যাচের টিকিট

নোয়াখালীকে উড়িয়ে দিল ঢাকা, নাসিরের সেঞ্চুরির আক্ষেপ

আসল সত্যটা সবার জানা দরকার, বিপিএল ইস্যুতে ভারতীয় উপস্থাপিকা

ভারতে খেলার ব্যাপারে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বিসিবির নীতিনির্ধারকদের সভা