দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ হারের পর ওয়ানডে সিরিজও এরই মধ্যে হেরেছে ভারত। ভরাডুবি শুধু মাঠেই নয়, সাম্প্রতিক সময়ে মাঠের বাইরেও নেতিবাচক প্রভাব পড়েছে ভারতীয় ক্রিকেটে, যার বড় আলোচনা জুড়ে টেস্ট অধিনায়ক প্রসঙ্গ। বিরাট কোহলির পর কে হবেন ভারতের পরবর্তী টেস্ট অধিনায়ক?
এই প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সুনীল গাভাস্কার জানিয়েছিলেন, তাঁর পছন্দ ঋষভ পন্ত। মোহম্মদ আজহারউদ্দিন অবশ্য লাল বলের ক্রিকেটে রোহিত শর্মাকেই যোগ্য অধিনায়ক মনে করছেন।
টুইটারে তাঁকে ক্রিকেট নিয়ে প্রশ্ন করতে বলেছিলেন আজহারউদ্দিন। ভারতকে দীর্ঘদিন টেস্টে নেতৃত্ব দেন আজহারউদ্দিন। টেস্ট অধিনায়ক কে হবেন, তা নিয়ে তাই প্রশ্ন আসবে সেটিই স্বাভাবিক। উত্তরও দিলেন আজহার। একজন লেখেন, ‘টেস্টে ঋষভ পন্তকে অধিনায়ক করা উচিত। আপনার কী মত?’ উত্তরে আজহার লেখেন, ‘রোহিত শর্মা যদি নেতৃত্ব দিতে অস্বীকার করে, তবে ঋষভ পন্তের কথা ভাবা উচিত।’
শুধু আজহার নন, অনেকেই রোহিতকে টেস্ট অধিনায়ক দেখতে চাইছেন। আজহার বলেন, ‘রোহিত ও রাহুল দুজনকেই আমার পছন্দ। এদের মধ্যে একজনকে বেছে নেওয়া উচিত। পন্ত এখনই নয়। রোহিত-রাহুল দুজনই দারুণ ক্রিকেটার। রোহিতের খেলা দেখতে ভালো লাগে। মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে ভালো অধিনায়কত্ব করেছে সে। আমার মনে হয় অধিনায়ক হওয়ার দৌড়ে ও এগিয়ে।’