হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশ সফরের দল ঘোষণা করল পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দলে তিনজন ব্যাকআপ ক্রিকেটারও রেখেছে পাকিস্তান। আগামী ২০ অক্টোবর বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে নিদা দারের নেতৃত্বাধীন পাকিস্তান দলের। এর মধ্যে ওয়ানডে সিরিজ আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ। পিসিবি জানিয়েছে, বাংলাদেশে আসার আগে আগামী পরশু থেকে লাহোরে ৬ দিনের অনুশীলন ক্যাম্প করবেন নিদারা। যেখানে ম্যাচের আবহে অনুশীলনও করার কথা রয়েছে তাঁদের।

সিরিজের সূচি ও ভেন্যু এখনো ঘোষণা করেনি বিসিবি। কয়েক দিনের মধ্যে সূচির ঘোষণাও আসতে পারে। এক বছর পর পাকিস্তান দলে সুযোগ পেয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার ইরাম জাভেদ। সবশেষ ২০২২ সালে কমনওয়েলথ গেমসে খেলেছিলেন তিনি। গত মাসে দক্ষিণ আফ্রিকা নারী দলের বিপক্ষে খেলা পাকিস্তান দল থেকে বাদ পড়েছেন শাওয়াল জুলফিকার ও সায়দা আরুব। চোটের কারণে দলে সুযোগ হয়নি ফাতিমা সানার।

বাংলাদেশ সফরে পাকিস্তান দল: নিদা দার (অধিনায়ক), আলিয়া রিয়াজ, বিসমাহ মারুফ, দিয়ানা বেগ, গুলাম ফাতিমা, ইরাম জাভেদ, মুনিবা আলি (উইকেটরক্ষক), নাজিহা আলভি (উইকেটরক্ষক), নাসরা সান্ধু, নাটালিয়া পারভেইজ, সাদাফ শামাস, সাদিয়া ইকবাল, সিদরা আমিন, উম্মে হানি ও ওয়াহিদা আক্তার।

নন-ট্রাভেলিং রিজার্ভ বেঞ্চ: আম্বার কায়নাত, ওমাইমা সোহেল,  সিদরা নেওয়াজ।

১৬ হাজার রান করে শচীনের আরেক রেকর্ড ভাঙলেন কোহলি

সিংহাসন কেড়ে নিতে বুমরার পেছনে লেগেছেন কামিন্স-স্টার্ক

সূর্যবংশীকে পেছনে ফেলে সাকিবের দ্রুততম সেঞ্চুরি, বিহারের রেকর্ড ৫৭৪

অ্যাশেজে আরও এক দফা ধাক্কা খেল ইংল্যান্ড

ঝোড়ো সেঞ্চুরিতে ডি ভিলিয়ার্সের রেকর্ড ভাঙলেন সূর্যবংশী

ভারত সিরিজের দলে নিউজিল্যান্ডের একগাদা চমক, নেই উইলিয়ামসন

এক ম্যাচ আগেই প্লে-অফে সাকিবরা, তাসকিন-মোস্তাফিজদের কী হবে

ক্রিকেটারদের বিরুদ্ধে মদ্যপানের অভিযোগ, কী বলছে ইংল্যান্ড

বিপিএলে দেখা যাবে বাবা-ছেলে জুটি

দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিলেন বুলবুল