হোম > খেলা > ক্রিকেট

বিপিএল শুরুর আগমুহূর্তে বিসিবিতে ভাঙচুর

আজকের পত্রিকা ডেস্ক­

বিপিএল শুরুর কয়েক ঘণ্টা আগেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সামনে দর্শকদের বিক্ষোভ করতে দেখা গেছে। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টিকিট নিয়ে পুরোনো ঝামেলাটা থেকেই গেল। টুর্নামেন্টের আগের দিন ও শুরুর দিন—দুই দিনই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সামনে ভক্ত-সমর্থকদের বিক্ষোভ দেখা গেছে। উদ্বোধনী ম্যাচ হওয়া নিয়েও দেখা দিয়েছে সংশয়।

ফরচুন বরিশাল-দুর্বার রাজশাহী ম্যাচ দিয়ে মিরপুরে আজ বেলা দেড়টায় শুরু হচ্ছে বিপিএলের ১১তম আসর। তামিম ইকবাল নেতৃত্ব দেবেন বরিশালকে। টুর্নামেন্টে রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয়। কিন্তু ১১তম বিপিএল শুরু হতে যখন দুই ঘণ্টাও বাকি নেই, সেই মুহূর্তে মিরপুর স্টেডিয়ামের মূল ফটকের সামনে দেখা গেছে মানুষের জটলা। মূল ফটক আটকে টিকিটপ্রত্যাশীরা বিক্ষোভ করছেন। বিক্ষুব্ধ জনতা গেট ভাঙচুর করেছেন। ব্যানার-ফেস্টুনও ছিঁড়ে ফেলেছেন। এমনকি আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। এ সময় এক বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আহত হয়েছেন। এ নিয়ে ক্রিকেটাররা উদ্বিগ্ন।

বিপিএলের টিকিট কীভাবে, কত টাকায় পাওয়া যাবে, সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে। মিরপুর ১১, মতিঝিল, গুলশান, ধানমন্ডি, কামরাঙ্গীরচর, উত্তরা, পল্টন স্কাউট বিল্ডিং—মধুমতি ব্যাংকের এই সাত শাখায় আজ বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পাওয়া যাবে টিকিট। তারপরও টিকিট নিয়ে এই চরম বিশৃঙ্খলা চলছেই।

এগোলেন সুপ্তা, পেছালেন জ্যোতি

সবার আগে ফাইনালে বিসিবির দল

নিদাহাস ট্রফিতে শেষ বলে ভারতের ছক্কার স্মৃতি মনে পড়ল লিটনের

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ, এখন বাংলাদেশের সমীকরণ কী

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

বাংলাদেশ-ভারতের রাজনৈতিক বৈরিতা নিয়ে লিটনের ‘নো অ্যানসার’

বিশ্বকাপের আগমুহূর্তে দুশ্চিন্তা বেড়েই চলেছে দক্ষিণ আফ্রিকার

বিপিএল থেকে বিদায় নিয়ে উইকেটের সমালোচনায় লিটন

শেষ বলে ছক্কা মেরে রংপুরকে বিদায় করলেন সিলেটের ওকস

ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের নতুন দুশ্চিন্তা