হোম > খেলা > ক্রিকেট

মিরাজকে অধিনায়কত্ব থেকে সরানো নিয়ে পল নিক্সনের পাল্টা প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিপিএলে গতকাল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে টস করেছেন নাঈম ইসলাম। আগের চার ম্যাচের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ একাদশে থাকার পরও অধিনায়কত্ব করছেন না। চট্টগ্রামের হঠাৎ এমন অধিনায়ক বদল অবশ্য প্রশ্নের জন্ম দিয়েছে। এর মধ্যে দেশে ফিরে গেছেন দলটির ইংলিশ কোচ পল নিক্সন। 

চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির প্রধান পরিচালন কর্মকর্তা ইয়াসির আলমের দাবি, কোচ পল নিক্সনের নির্দেশে ‘চাপমুক্ত’ রাখতে মিরাজকে অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরানো হয়েছে। মিরাজকে অধিনায়কত্ব থেকে সরানো নিয়ে প্রশ্নে অবশ্য যারপরনাই অবাক নিক্সন। পাল্টা প্রশ্নে ইংলিশ কোচ যা বললেন তাতে রহস্য আরও বাড়ছে! নিক্সনের প্রশ্ন, ‘কে এটা করেছে (পরিবর্তন)? টি-টেন এবং বিপিএলের কারণে লম্বা সময় দল (লেস্টারশায়ার) থেকে দূরে ছিলাম। এখন আমি দেশে ফিরে যাচ্ছি লেস্টারশায়ারের দায়িত্ব নিতে।’ 

ইংলিশ কাউন্টি দল লেস্টারশায়ারের প্রধান কোচ নিক্সন। লেস্টারশায়ার থেকে সময় নিয়ে বিপিএলে চট্টগ্রামের হয়ে কাজ করতে এসেছেন তিনি। গতবারও দলটির প্রধান কোচের দায়িত্ব ছিলেন সাবেক ইংলিশ উইকেটকিপার-ব্যাটার। তবে জরুরি ডাকে বিপিএলের মাঝপথেই দেশে ফিরতে হলো তাঁকে। বিপিএলে বাকি অংশে চট্টগ্রামের প্রধান কোচের ভূমিকায় থাকবেন শন টেইট। দলটির বোলিং কোচ হয়ে এসেছিলেন অজি গতিতারকা। 

চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে নিক্সনের ব্যাপারে জানানো হয়েছে, ইংল্যান্ডে গেলেও দলের সঙ্গে অনলাইনে নিয়মিত যোগাযোগ রাখবেন নিক্সন। মিরাজকে অধিনায়কত্ব থেকে সরানো নিয়ে ফ্র্যাঞ্চাইজির প্রধান পরিচালন কর্মকর্তা ইয়াসির জানান, ‘যাওয়ার আগে কোচ একটা নির্দেশিকা দিয়ে গেছেন। তাঁর মতে, মিরাজ অনেক চাপে আছেন। খেলোয়াড় হিসেবে সে দুর্দান্ত। খেলোয়াড় হিসেবে সেরাটা পেতে চাই বলে তাকে চাপমুক্ত রাখতে চাইছি। তাকে চাপমুক্ত রেখে একজন সিনিয়র খেলোয়াড়কে (নাঈম ইসলাম) দায়িত্ব দিয়ে গেছেন।’ 

দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে এগিয়ে গেল ভারত

স্ত্রী, পড়াশোনা, বেতনসহ গুগলে শান্তকে নিয়ে মানুষ যা জানতে চান

পাকিস্তানকে উড়িয়ে সবার আগে সেমিফাইনালে ভারত

বুদ্ধিজীবী দিবসে সাকিব-লিটনদের শ্রদ্ধা

‘আপনারা সব সময় আমাদের ভুল ধরেন, আপনাদেরও ভুল ধরার চেষ্টা করব’

ক্রিকেটারদের সঙ্গে বিসিবির ‘আচরণে’ ক্ষুব্ধ তামিম

বিগ ব্যাশে অভিষেকেই ব্যর্থ বাবর আজম

অস্ট্রেলিয়ার সাংবাদিকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা নিয়ে মুখ খুললেন ম্যাককালাম

বিশ্বকাপের প্রচারণামূলক কাজ নিয়ে আইসিসির ওপর ক্ষুব্ধ পাকিস্তান

কোন ভুলে অলরাউন্ডার গ্রিন আইপিএলে শুধুই ‘ব্যাটার’