হোম > খেলা > ক্রিকেট

চট্টগ্রাম ছাড়তে চাইছেন মিরাজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পাঁচ ম্যাচের তিন জয়ে বিপিএলে পয়েন্ট টেবিলে এই মুহূর্তে সবার ওপরে আছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ধারাবাহিক ভালো খেলতে থাকা একটা দলের চেহারা যতটা ‘সুখী’ থাকার কথা, সেটা নেই চট্টগ্রামে। হঠাৎ অধিনায়ক বদলের ঘটনায় একটু যেন এলোমেলো দলটা। এই পরিস্থিতিতে দলটির শুরুর অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এর দল ছাড়ার খবরও জানা গেছে। 

দলীয় ও মিরাজের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, মিরাজ আজ সন্ধ্যায় দল ছেড়ে চট্টগ্রাম থেকে ঢাকায় চলে আসতে পারেন। চট্টগ্রাম দলের ম্যানেজার ফাহিম মুনতাসির অবশ্য দুপুরে বিষয়টি নিশ্চিত না করলেও আজকের পত্রিকাকে এতটুকু বলেছেন, ‘ওর মা অসুস্থ, সে (ঢাকায়) যেতে চাইছে। এখনো নিশ্চিত নই, দেখা যাক কী হয়।’

মিরাজ কেন টুর্নামেন্টের মাঝপথে দল কিংবা চট্টগ্রাম ছাড়তে চাইছেন—এই প্রশ্নে যেটা জানা গেছে, হঠাৎ চট্টগ্রামের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়াটা মিরাজ স্বাভাবিকভাবে নিতে পারেননি। তাঁর জায়গায় গতকাল থেকে চট্টগ্রামের অধিনায়কত্ব করছেন নাঈম ইসলাম। যদিও চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির প্রধান পরিচালন কর্মকর্তা ইয়াসির আলমের দাবি ছিল, দলটির বিদায়ি ইংলিশ কোচ পল নিক্সনের নির্দেশে ‘চাপমুক্ত’ রাখতে মিরাজকে অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরানো হয়েছে। নিক্সন অবশ্য আজকের পত্রিকাকে পাল্টা প্রশ্ন করেছেন, ‘কে এটা করেছে (পরিবর্তন)? টি-টেন এবং বিপিএলের কারণে লম্বা সময় দল (লেস্টারশায়ার) থেকে দূরে ছিলাম। এখন আমি দেশে ফিরে যাচ্ছি লেস্টারশায়ারের দায়িত্ব নিতে।’ 

আজ সকালে মিরাজের সঙ্গে যোগাযোগ করা হলে জানালেন, এই মুহূর্তে বিষয়টি নিয়ে কিছু বলতে চান না। তবে ঢাকায় ফেরার ব্যাপারটি উড়িয়েও দেননি। মিরাজের এক ঘনিষ্ঠ সূত্রে জানা গেল, ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নিয়ে ২৪ বছর বয়সী স্পিনিং অলরাউন্ডার এতটাই অসন্তুষ্ট, এ বিপিএলে চট্টগ্রামের হয়ে আর নাও দেখা যেতে পারে মিরাজকে। যদিও বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি এখনো। তবে আজ সন্ধ্যায় মিরাজ ঢাকায় ফিরলে চট্টগ্রাম পর্বের বাকি অংশে আর হয়তো তাঁকে দেখা যাচ্ছে না।

আরও পড়ুন:

ভারত ইস্যুতে দেশের ক্রিকেটে ‘গৃহবিবাদ’

বয়সী অস্ট্রেলিয়ার ছিল বেশি অভিজ্ঞতাও

চেহারায় খেলা হয় না, খেলা হয় মাঠে: ম্যাচ হেরে রংপুরের কোচ

হঠাৎ কেন বিপিএল ছাড়ার হুমকি দিল ঢাকা ক্যাপিটালস

বিশ্বকাপ দলে জায়গা পাননি, কী বলছেন হাসান মাহমুদ

আইসিসিকে বাংলাদেশের চিঠি পাঠানোর প্রশ্নে যা বলছে ভারতীয় বোর্ড

টানা ৬ হারের পর অবশেষে নোয়াখালীর জয়

আইসিসি থেকে বিসিবি বছরে আসলে কত টাকা পায়

বাংলাদেশ সিরিজের দল নিয়েই বিশ্বকাপ খেলবে আয়ারল্যান্ড

প্রথম বোলার হিসেবে বিপিএলে দুবার হ্যাটট্রিকের কীর্তি মৃত্যুঞ্জয়ের