হোম > খেলা > ক্রিকেট

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত সাকিবের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচে আফগানদের হারাতে পারলেই সুপার ফোর নিশ্চিত হয়ে যাবে সাকিব আল হাসানদের। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। 

আজ শারজা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হবে। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজের শততম টি-টোয়েন্টি খেলবেন সাকিব। প্রথম ম্যাচের একাদশে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে দল সাজিয়েছে বাংলাদেশ। 

টি-টোয়েন্টি সংস্করণে এখন পর্যন্ত ৮ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-আফগানিস্তান। এর মধ্যে ৫ টিতে জিতেছে আফগানরা, তিনটিতে জিতেছে বাংলাদেশ। এ ছাড়াও শারজা স্টেডিয়ামে তিন সংস্করণে ৭ ম্যাচে খেলেও এখনো কোনো জয়ের দেখা পায়নি বাংলাদেশ। এবার আফগানদের হারিয়ে জয়ের রেকর্ড ফিরিয়ে আনার চ্যালেঞ্জ থাকবে সাকিবদের সামনে। 

বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক বিজয়, নাঈম শেখ, আফিফ হোসেন ধ্রুব, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, শেখ মেহেদী, সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। 

আফগানিস্তান একাদশ: মোহাম্মদ নবী (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, হাযরতউল্লাহ জাজাই, নাজিবুল্লাহ জাদরান, করিম জানাত, আজমতউল্লাহ ওমারজাই, রশিদ খান, ফজলহক ফারুকী, নাবিন উল হক, মুজিবর রহমান।

কেন ব্যর্থ বাজবল

রুদ্ধশ্বাস জয়ের পরও তলানিতে তাসকিনরা

শুরুটা দারুণ হলেও শেষটা বাজে তাসকিনের

চুরির আগে চোর ধরার উপায় বের করেছে বিসিবি

বাংলাদেশে অনেক প্রতিভাবান ক্রিকেটার দেখেছি, রংপুর কোচ

‘নোয়াখালী বিভাগ হলে খুব ভালো হবে’

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান কীভাবে করবে বিসিবি

মোস্তারির টানা তিন ফিফটিতে সবার ওপরে উত্তরাঞ্চল

রেকর্ড জয়ে দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেলল নিউজিল্যান্ড, বাংলাদেশ কোথায়

কবে অবসর নেবেন রোহিত শর্মা