হোম > খেলা > ক্রিকেট

রফিককে এখন কাজে লাগাচ্ছে বিসিবি

ক্রীড়া ডেস্ক    

তরুণ ক্রিকেটারদের সঙ্গে অভিজ্ঞতা ভাগাভাগি করছেন মোহাম্মদ রফিক। ছবি: বিসিবি

খেলা থেকে অবসর নেওয়ার পর মোহাম্মদ রফিককে সেভাবে দেখা যায়নি বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে। এ ব্যাপারে সব সময় তাঁর অভিযোগ ছিল, তাঁকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কাজে লাগায় না। তবে সম্প্রতি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ঘোষণা দিয়েছিলেন রফিককে কাজে লাগাবেন। সে কথাই যেন রাখলেন।

বিসিবির দায়িত্ব নেওয়ার পর রফিকের সঙ্গে বুলবুলের যোগাযোগ হয়েছিল, বিসিবিতে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। রফিক ঘরোয়া ক্রিকেটের উন্নয়নে কাজ করতে চান এবং বোর্ডের কাছ থেকে সাড়া পেলে যেকোনো দায়িত্ব নিতে প্রস্তুত। তাঁর আগ্রহের মূল্যায়ন করেছে ক্রিকেট বোর্ড। রফিককে এখন কাজে লাগাচ্ছে তারা।

ঘরোয়া ও দেশের বিভিন্ন বিভাগে ক্রিকেট উন্নয়নমূলক প্রোগ্রামে এখন দেখা যায় রফিককে। আজ রাজশাহীতে ইয়াং টাইগার্স চ্যালেঞ্জ ট্রফি ২০২৫-২৬ টুর্নামেন্টে উদ্বোধনেও ছিলেন রফিক। যেখানে তরুণ ক্রিকেটারদের বিভিন্ন পরামর্শ দিতে দেখা যায় তাঁকে। তিনি নিজেও বিভিন্ন সময় বলেছিলেন, ঘরোয়া ক্রিকেটের উন্নয়নে কাজ করতে চান এবং বোর্ডের কাছ থেকে সাড়া পেলে যেকোনো দায়িত্ব নিতে প্রস্তুত।

সাবেক তারকা ক্রিকেটার রফিকসহ ইয়াং টাইগার্স চ্যালেঞ্জ ট্রফির উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলের ব্যাটার নাজমুল হোসেন শান্ত, সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন অপি ও বিসিবির স্পিন কোচ শাহিদ মাহমুদ। তাঁরা সেখানে ১৬-১৮ বছর বয়সী উদীয়মান ক্রিকেটারদের সঙ্গে অভিজ্ঞতা ভাগাভাগি করেন ও তরুণ খেলোয়াড়দের উৎসাহ দেন।

মিচেলের সেঞ্চুরিতে ভারতকে হারিয়ে সমতায় নিউজিল্যান্ড

দেশের ক্রিকেটারদের খেলা বন্ধের হুমকি

ক্রিকেটারদের টাকা চাওয়া পরিচালকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে বিসিবি

রিশাদদের হাতের নাগালে থাকা জয় কেড়ে নিলেন পাকিস্তানি পেসার

ক্রিকেটাররা তো কিছুই করতে পারে না, আমরা কি টাকা ফেরত চাচ্ছি: বিসিবি পরিচালক

‘বাংলাদেশ বিশ্বকাপে না খেললে বিসিবির কোনো ক্ষতি হবে না’

বিশ্বকাপের ইস্যু বিসিবি ঠিকভাবেই দেখছে, বিশ্বাস তানজিদের

বিশ্বকাপের আগে চার দিনে তিন ম্যাচ খেলবে পাকিস্তান-অস্ট্রেলিয়া

বিগ ব্যাশে মুগ্ধতা ছড়িয়েই যাচ্ছেন রিশাদ

‘ইংল্যান্ড ক্রিকেটে মদপানের কোনো সংস্কৃতি নেই’