হোম > খেলা > ক্রিকেট

সাকিব-মিরাজের ঘূর্ণিতে চাপে ভারত 

ফুটবলের উন্মাদনার মাঝে ক্রিকেট ফিরেছে বাংলাদেশে। তাতে দর্শকের আগ্রহে অবশ্য কোনো কমতি নেই। ম্যাচ শুরুর বেশ আগে থেকেই মাঠে ঢোকার তোড়জোড়। টস জিতে ফিল্ডিং বেছে নিয়ে দারুণ শুরু করেছে বাংলাদেশও। ১১ ওভারের মধ্যেই টপ অর্ডারের ৩ উইকেট হারিয়ে ফেলেছে ভারত।

ভারতের প্রথম উইকেট নেন মেহেদী হাসান মিরাজ। ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে মিরাজকে রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হন শিখর ধাওয়ান। ভারতীয় এই বাঁহাতি ওপেনার করেছেন ১৭ বলে ৭ রান। দলীয় ২৩ রানেই ভারত হারায় প্রথম উইকেট। এই ওভারটা মেডেন দেন মিরাজ। ধাওয়ান আউট হলেও পাওয়ারপ্লে নিরাপদে পার করেন রোহিত শর্মা। ১০ ওভারে ভারত করে ১ উইকেটে ৪৮ রান।

তবে ১১তম ওভারে ভারত খায় জোড়া ধাক্কা। এই জোড়া ধাক্কা দেন সাকিব। ১১তম ওভারের দ্বিতীয় বলে তুলে নেন রোহিত শর্মার উইকেট। অসাধারণ এক আর্ম বলে বোল্ড করেন রোহিতকে। ভারতীয় অধিনায়ক করেন ৩১ বলে ২৭ রান। ওই ওভারের চতুর্থ বলে পেলেন বিরাট কোহলির উইকেট। যেখানে পুরো কৃতিত্ব লিটন দাসের। কাভারে বাজপাখির মতো ডান দিকে ঝাঁপিয়ে ক্যাচ ধরেন বাংলাদেশ অধিনায়ক। ১৫ বলে ৯ রান করেন কোহলি। ১৪ ওভার শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ৬২ রান।

বৃষ্টিতে বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ