হোম > খেলা > ক্রিকেট

লঙ্কানদের থামানোর অবাক করা গল্প শোনালেন নাঈম

ক্রীড়া ডেস্ক    

টেস্টে চতুর্থবার ৫ উইকেট নিয়েছেন নাঈম হাসান। ছবি: এএফপি

বাংলাদেশের বিপক্ষে গলে লিড নেওয়া শ্রীলঙ্কার জন্য ছিল সময়ের ব্যাপার। নাঈম হাসানের ঘূর্ণিতে শেষ মুহূর্তে ধসে পড়ে লঙ্কানরা। বাংলাদেশের থেকে প্রথম ইনিংসে ১০ রান কম করেছে স্বাগতিকেরা। ৬ উইকেটে ৪৬৫ রান নিয়ে প্রথম সেশন বিরতিতে যায় শ্রীলঙ্কা। উইকেটে তখন ছিলেন কামিন্দু মেন্ডিস ও মিলান রত্নায়েকে। বিরতি থেকে ফিরে ১৫ রানে শেষ ৪ উইকেট হারিয়ে ৪৮৫ রানে অলআউট হয়ে যায় তারা। নাঈম নিয়েছেন ৫ উইকেটে।

নাঈমের স্পিন ভেলকির পর গল টেস্টে ভালো অবস্থানে বাংলাদেশ। তৃতীয় সেশনে উইকেট থেকে উড়ছে ধুলা। ব্যাটারদের দিতে হচ্ছে কঠিন পরীক্ষা। ১০ রানে এগিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে চতুর্থ দিন শেষে ৩ উইকেটে ১৭৭ রান তুলেছে বাংলাদেশ। সব মিলিয়ে লিড দাঁড়াল ১৮৭। ৩০০ রানের লিড নিতে পারলে জেতার জন্য চেষ্টাও চালাতে পারে সফরকারীরা।

নাঈমের দুর্দান্ত বোলিংয়ের সৌজন্যে টেস্টের নাটাই বাংলাদেশের হাতে। কীভাবে শেষ দিকে এত দ্রুত শ্রীলঙ্কার উইকেটগুলো নিয়েছেন? ব্যাটারদের পড়ে বোলিং করেছেন তিনি। সংবাদ সম্মেলনে অবাক করা গল্প শোনালেন নাঈম, ‘আমি একটা জিনিস চেষ্টা করেছি, ভালো জায়গায় বোলিং করা। পেস ভ্যারিয়েশন ও সিমের পজিশন নিয়ে একটি কাজ করে বোলিং করেছি। আমি একেকজন ব্যাটারকে একেক লাইনে বোলিং করেছি।’

টেস্টে জয়ের স্বপ্ন দেখছে এখন বাংলাদেশ। নাঈম বললেন, ‘অবশ্যই আমাদের জেতার জন্য যাওয়ার সুযোগ আছে। আমরা যদি খুব ভালো একটা সংগ্রহ দাঁড় করাতে পারি। তারপর আমরা বল করব। পঞ্চম দিনের উইকেটে অনেক কিছু হয়।’

দেশের বাইরে এর আগে একটি টেস্টই খেলেছিলেন নাঈম হাসান। ২০১৯ সালের নভেম্বরে ইডেন গার্ডেনসে ভারতের বিপক্ষে সেই ম্যাচে বল করার সুযোগ হয়নি তাঁর। প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময় মোহাম্মদ শামির বল আঘাত পেয়ে ছিটকে যান ম্যাচ থেকে। গলে বিদেশের মাঠে দ্বিতীয় টেস্ট খেলছেন তিনি, তবে বল করেছেন প্রথমবার। প্রথমবারেই চমক—১২১ রানে শিকার ৫ উইকেট। বিদেশের মাঠে প্রথম ও টেস্ট ক্যারিয়ারে চতুর্থবার ৫ উইকেট নিয়েছেন নাঈম।

৫ উইকেট পেয়ে উচ্ছ্বসিত নাঈম বললেন, ‘আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। আল্লাহকে ধন্যবাদ। আল্লাহ এমন একটা সুযোগ দিয়েছেন। আমি খুব ভালোভাবে সুযোগ কাজে লাগাতে পেরেছি। দেখেন উইকেটটা ব্যাটিংবান্ধব। তাই আমরা চেষ্টা করছি লম্বা সময় ভালো জায়গায় বোলিং করার। যখন রান আসবে না। ক্রিকেট তো রানের খেলা। চাপে পড়ে ব্যাটার অন্য কিছু করতে গেলে ভুল করবে। ওই পরিকল্পনা নিয়েই বোলিং করছি।’

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার, রাখলেন প্রতিশ্রুতি

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও প্লে-অফে রিশাদের হোবার্ট

চট্টগ্রামকে পেছনে ফেলে রংপুর কি শীর্ষে ফিরতে পারবে

স্বস্তিতে নেই ভারতও, অপেক্ষায় বিসিবি

‘ভারতের কোনো ভেন্যুতেই খেলবে না বাংলাদেশ’