হোম > খেলা > ক্রিকেট

আইপিএলে এবার দল পাল্টে ধোনিদের কোচ বাংলাদেশের সাবেক কোচ

ক্রীড়া ডেস্ক    

২০২৫ আইপিএলে চেন্নাইয়ের সহকারী বোলিং কোচ হিসেবে কাজ করবেন শ্রীধরন শ্রীরাম। ছবি: ফেসবুক

আইপিএলে দল, দায়িত্ব দুটোই এবার বদলে গেছে শ্রীধরন শ্রীরামের। লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ছেড়ে ২০২৫ আইপিএলে তিনি চেন্নাই সুপার কিংসে কাজ করবেন। মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজার চেন্নাইয়ের সহকারী বোলিং কোচের দায়িত্বে বাংলাদেশের সাবেক এই পরামর্শক।

চেন্নাই সুপার কিংস আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে শ্রীরামকে সহকারী বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়ার কথা নিশ্চিত করেছে। মূলত চেন্নাইয়ে ডোয়াইন ব্রাভোর জায়গায় বসবেন শ্রীরাম। কারণ ব্রাভো চেন্নাইয়ের বোলিং কোচের দায়িত্ব ছেড়ে ২০২৫ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের পরামর্শক হিসেবে কাজ করবেন। ২০২৩-এর সেপ্টেম্বরে শ্রীরাম লক্ষ্ণৌ সুপার জায়ান্টসে যোগ দিয়েছিলেন এবং ২০২৪ আইপিএলে ফ্র্যাঞ্চাইজিটির সহকারী কোচের দায়িত্বে ছিলেন তিনি।

২০২২-এর আগস্টে শ্রীরাম বাংলাদেশের টি-টোয়েন্টি পরামর্শক হিসেবে যোগ দিয়েছিলেন। সে বছরের আগস্ট-সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি সংস্করণে হয়েছিল এশিয়া কাপ। একই বছরের অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরপর ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছিলেন তিনি। এই বিশ্বকাপ হয়েছিল ভারতে। এর আগে ২০১৬ থেকে ২০২২ পর্যন্ত অস্ট্রেলিয়ার সহকারী কোচ হিসেবে কাজ করেছিলেন সাবেক এই ভারতীয় অলরাউন্ডার।

২০২৫ আইপিএলে চেন্নাইয়ের প্রধান কোচের দায়িত্বে থাকছেন স্টিফেন ফ্লেমিং। ফ্র্যাঞ্চাইজিটির ব্যাটিং কোচ মাইক হাসি এবং এরিক সিমন্স বোলিং পরামর্শক। ফ্লেমিং, হাসি, সিমন্সদের সঙ্গেই কোচিং সেটাপে কাজ করতে হবে শ্রীরামকে। ২০০০ থেকে ২০০৪ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ৮ ওয়ানডে খেলেছেন তিনি।১৩.৫০ গড়ে করেছেন ৮১ রান। যার মধ্যে একটি ফিফটিও রয়েছে। বোলিংয়ে নিয়েছেন ৯ উইকেট।

২২ মার্চ কলকাতা নাইট রাইডার্স-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ১৮তম আইপিএল। ফাইনাল হবে ২৫ মে। উদ্বোধনী ম্যাচ, ফাইনাল ম্যাচ দুটিই হবে কলকাতার ইডেন গার্ডেনসে। ২০২৪ আইপিএলে পাঁচ নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করেছিল চেন্নাই সুপার কিংস।

বৃষ্টিতে বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ